এইদিন ওয়েবডেস্ক,ক্যালিফোর্নিয়ায়,০৬ নভেম্বর : মার্কিন গায়ক-র্যাপার ও অভিনেতা ৩৪ বর্ষীয় অ্যারন কার্টারের রহস্যজনকভাবে মৃত্যু হল । শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার সিএ ( Lancaster, CA) তে তার বাড়ির বাথরুমের বাথটাব থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ । লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট টিএমজেডকে বলেছেন,শনিবার সকাল ১১ টা নাগাদ ৯১১ তে ফোন করে বলা হয় অ্যারনের বাড়ির সিটার বাথ টবে তার মৃতদেহ পড়ে আছে । তবে কিভাবে তাঁর মৃত্যু হল এনিয়ে ধন্দ্বে পুলিশ ।
অ্যারন ১৯৯০ এর দশকের শেষের দিকে পপ গায়ক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন । ওই বছর চারটি অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি । ১৯৯৭ সালে যখন তাঁর যখন মাত্র ৯ বছর বয়স তখন তাঁর স্ব-শিরোনামযুক্ত প্রথম অ্যালবাম দিয়ে সঙ্গীতের জীবনে আত্মপ্রকাশ ঘটে । তাঁর প্রথম অ্যালবামটি এক মিলিয়ন কপি বিক্রি হয় । অ্যারনের দ্বিতীয় অ্যালবাম, “অ্যারনস পার্টি” ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল । গায়ক থেকে গীতিকার তিনি নিজেই ছিলেন অ্যারন । অ্যারনের “আই ওয়ান্ট ক্যান্ডি” সহ বেশ কয়েকটি অ্যালবাম হিট হয়েছিল ।
গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন অ্যারন । তিনি “লিজি ম্যাকগুয়ার” সহ টেলিভিশন শোতে অভিনয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। তাঁর ভাইবোন নিক,বিজে, লেসলি এবং অ্যাঞ্জেলও তাতে অভিনয় করেছিলেন। কার্টার ২০০১ সালে “হু ইজ ইন দ্য মিউজিক্যাল”-এ জোজো চরিত্রে তাঁর ব্রডওয়েতে আত্মপ্রকাশ করেন । ২০০৯ সালে এবিসি শো “ড্যান্সিং উইথ দ্য স্টারস” এতেও তাঁকে দেখা গেছে । অ্যারনের আকস্মিক মৃত্যুতে তাঁর ভক্তরা গভীরভাবে শোকাহত ।।