এইদিন ওয়েবডেস্ক,খণ্ডঘোষ(পূর্ব বর্ধমান),১০ মার্চ : খণ্ডঘোষে এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । স্থানীয় একটি পুকুরের পাড়ে যুবকের জুতো জোড়া পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় জলে জাল ফেলতেই উদ্ধার হল যুবকের মৃতদেহ । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার দক্ষিণ পাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রভাষ যশ ওরফে তুফান(২৮) । দক্ষিণ পাড়া এলাকাতেই তাঁর বাড়ি । বিষয়টি খুন,আত্মহত্যা নাকি দূর্ঘটনা তা নিয়ে ধন্দ্বে পরিবার পরিজন ও প্রতিবেশীরা । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । মময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা প্রভাষ যশ ফাইন্যান্সের কাজ করতেন । তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান । মৃতের আত্মীয় পরেশনাথ চৌধুরী বলেন,’ডিউটিতে যাওয়ার কথা বলে মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল তুফান । রাতে আর বাড়ি ফেরেনি । এই দেখে তুফানের মা তাঁর দিদির ছেলেকে তুফানের সন্ধানে খোঁজাখুঁজি করতে বলে । কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করেও তুফানের কোনও সন্ধান করতে পারেনি । এর পরের দিন অর্থাত বুধবার সন্ধ্যায় গ্রামের ল’পুকুরের পাড়ে তুফানের জুতো জোড়া পড়ে থাকতে দেখা যায় । সন্দেহ হওয়ায় পুকুরে জাল ফেলা হয় । তখন জালের সঙ্গে উঠে আসে তুফানের মৃতদেহ ।’
কিন্তু কিভাবে ওই যুবক জলে পড়ল তা নিয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি । তবে তুফান মাঝে মধ্যে নেশা করতেন বলে জানিয়েছেন পরেশনাথবাবু । মৃতের পরিবারের প্রশ্ন নেশার ঘোরেই যদি সে জলে পড়ে যায়,তাহলে পুকুরের পাড়ে তাঁর জুতো খোলা কেন ছিল ? ওই যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের লোকজন । যদিও এদিন দুপুর পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।