এইদিন ওয়েবডেস্ক,সুইডেন,০৬ সেপ্টেম্বর : চুপিসারে বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিকের উপর ছুরি দিয়ে হামলা চালালো সুইডেনের মুসলিম শরনার্থী । মোহাম্মদ আমানা (২৬) ওই হামলাকারী প্রাক্তন বান্ধবীর অ্যাপার্টমেন্টের বারান্দায় ওঠার জন্য একটা ধাতব সিড়ি সঙ্গে করে আনে । তারপর পাথর দিয়ে জানালার কাঁচ ভেঙে ভিতরে ঢোকে । তরুনী তখন বাথরুমে ছিলেন । তার বর্তমান প্রেমিক আলজেরিয়ান বাধা দিতে গেলে তার উপর ছুরি দিয়ে হামলা চালায় মোহাম্মদ আমানা । পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হামলাকারীকে গ্রেফতার করে । পুলিশের জিজ্ঞাসাবাদে সে হামলার কথা কবুলও করেছে । ঘটনাটি ঘটেছে গত ২৫ মে সুইডিশ শহর ওরেফরসে (Orrefors)নাইব্রোর(Nybro) পৌরসভা এলাকায় ।
আক্রান্ত যুবক আলজেরিয়ান হামলার মুহুর্তের দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ডও করে রাখেন । সেই ভিডিও প্রমান হিসাবে তিনি আদালতে পেশ করেন । ওই মামলায় সম্প্রতি হামলাকারী মোহাম্মদ আমানার সাজা ঘোষণা করা হয় । আর তারপর থেকেই সুইডিশ আদালতের বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে । কারন হামলাকারীকে মাত্র দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত । এদিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে দোষী সব্যস্ত কোনো আসামির মাত্র দু’বছর সাজা হওয়ায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে সুইডিশ নাগরিকরা । একজন ‘এক্স’ ব্যবহারকারী লিখেছেন,’মাত্র ২ বছর ? এই লোকটি তার শিকারদের কেবল প্রাণে মারার চেষ্টাই করেনি, পাশাপাশি মনস্তাত্ত্বিকভাবে আঘাতও করেছে ।’ অন্য একজন লিখেছেন,’এই শাস্তি হাস্যকর ।’।