এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ অক্টোবর : ‘মুসলমানদের জনসংখ্যা কমছে, আমরা বেশি কনডোম ব্যবহার করি’- জনসংখ্যা নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের প্রত্যুত্তরে এমনই মন্তব্য করলেন এআইএমএম সুপ্রীমো আসাদুদ্দিন ওয়াইসি । উল্লেখ্য, দশেরা উপলক্ষে আরএসএস-এর নাগপুর সদর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার বিষয়ে মত প্রকাশ করেন মোহন ভাগবত । তিনি বলেছিলেন,’ভারতকে চিন্তাভাবনা করতে হবে এবং একটি ব্যাপক জনসংখ্যা নীতি নিয়ে আসতে হবে । জনসংখ্যায় আপেক্ষিক ভারসাম্য থাকতে হবে ।জনসংখ্যা ভারসাম্যহীনতার গুরুতর পরিণতি ভোগ করতে হয় । পঞ্চাশ বছর আগের মত আজও চলছে । পূর্ব তিমুর (Timor-Leste) একটি নতুন দেশে পরিণত হয়েছে, দক্ষিণ সুদান একটি নতুন দেশে পরিণত হয়েছে। গড়ে উঠেছে কসোভো (Kosovo)।’
এরপরেই আরএসএস প্রধানের জনসংখ্যা নিয়ে এই মন্তব্যের সমালোচনা করেছেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি । তিনি বলেন,’মোহন ভাগবতজী আপনার চিন্তা করার দরকার নেই কারণ মুসলিম জনসংখ্যা বাড়ছে না, মুসলিম জনসংখ্যা কমছে । মুসলমানদের দুই সন্তানের জন্মের মধ্যে ব্যবধান সবচেয়ে বেশি । বেশিরভাগ মুসলমানরা এখন কনডম ব্যবহার করছেন ।’
তবে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে আইন প্রণয়নের দাবির পাশাপাশি সমাজ থেকে জাতপাত নির্মুল করাও আহ্বান জানিয়েছিলেন মোহন ভাগবত । তিনি বলেন, ‘বর্ণ এবং জাতপাতের মতো ধারণাগুলি পুরোপুরি ত্যাগ করা উচিত ।’ বৈষম্য সৃষ্টিকারী এই সমস্ত প্রাচীন ধ্যানধারণা থেকে বেড়িয়ে আসার জন্য তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান ।।