• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বাংলাদেশ হিন্দুদের জন্য কতটা বিপজ্জনক এবং ইসলামের বর্বরতা কতটা ভয়াবহ প্রমান করল দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনা” : গির্ট ওয়াইল্ডার্স 

Eidin by Eidin
December 21, 2025
in আন্তর্জাতিক
“বাংলাদেশ হিন্দুদের জন্য কতটা বিপজ্জনক এবং ইসলামের বর্বরতা কতটা ভয়াবহ প্রমান করল দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনা” : গির্ট ওয়াইল্ডার্স 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২১ ডিসেম্বর : ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে আধমরা করার পর জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা গোটা বিশ্বকে শিহরিত করেছে । ইসলামি চরমপন্থার কট্টর সমালোচক ডাচ সাংসদ গির্ট ওয়াইল্ডার্স (Geert Wilders) এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়েছেন । তিনি বলেছেন, দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনা প্রমান করল যে বাংলাদেশ হিন্দুদের জন্য কতটা বিপজ্জনক এবং ইসলামের বর্বরতা কতটা ভয়াবহ । গির্ট ওয়াইল্ডার্স এক্স-এ লিখেছেন,’মুসলিম জনতার দ্বারা দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে যে, বাংলাদেশে (এবং পাকিস্তানে) হিন্দুদের জন্য কতটা ভয়াবহ বিপদ এবং ইসলামের বর্বরতা কতটা ভয়াবহ।’

The brutal murder of a Hindu man called Dipu Chandra Das in Bangladesh by a Muslim crowd – for so called blasphemy allegations – proves the unacceptable grave danger of Hindus in Bangladesh (and Pakistan), and the barbarity of Islam. #DipuChandraDas #Bangladesh #StopIslam pic.twitter.com/qL8X2h7Kpj

— Geert Wilders (@geertwilderspvv) December 20, 2025

এদিকে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার আসল সত্য ক্রমশ প্রকাশ্যে আসছে । যেটা জানা যাচ্ছে যে ক্ষুদ্র স্বার্থের জন্য কিছু মুসলিম ব্যক্তি “ধর্মনিন্দা” র অভিযোগকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল। আসলে, ব্যক্তিগত বিরোধ ও শ্রমিক অধিকার আন্দোলনকে ধর্মীয় উসকানির রূপ দিয়ে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে (২৭) হত্যা করা হয়েছে। ওই যুবকের পরিবার, প্রত্যক্ষদর্শী ও অনুসন্ধান সূত্রে এই তথ্য জানা গেছে।

দিপু ময়মনসিংহের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়‍্যারস (বিডি) লিমিটেডের শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।পরিবার জানিয়েছে, এটি তাৎক্ষনিক কোনো ঘটনা নয়,বরঞ্চ সুপরিকল্পিত ষড়যন্ত্র । ঘটনার পর নিহতের ভাই অজ্ঞাতপরিচয় অন্তত ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে র‍্যাব-১৪ ও জেলা পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা করেছে।

জানা গেছে, দিপু চন্দ্র দাস দীর্ঘদিন ধরে কারখানায় শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিলেন। উৎপাদন বাড়ানো, ওভারটাইম, কাজের পরিবেশ ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেন। এতে মালিকপক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, এ কারণেই তাকে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয়। একপর্যায়ে কারখানা থেকে বের করে দেওয়ার যড়যন্ত্র শুরু হয়।

নিহতের পরিবার জানায়,“গত ১৮ ডিসেম্বর রাতে দিপুকে জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করা হয়। এতে রাজি না হওয়ায় তাকে ধর্মঅবমাননার ঘটনার ফাসানোর হুমকি দেওয়া হয়। পরে ওই হুমকিই বাস্তবায়ন করা হয়।” 

জানা গেছে, ঘটনার দিন কারখানার ভেতরে দিপুকে হুমকি ও মারধর করা হয়। এরপর কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্র বাইরে আগে থেকেই প্রস্তুত থাকা লোকজনকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই কারখানার সামনে স্লোগান ও বিক্ষোভ শুরু হয়।
সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, এই পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত না করে মূল গেট খুলে দেয় এবং দিপু চন্দ্র দাসকে ধর্মোন্মাদ মুসলিম জনতার হাতে তুলে দেয়। এরপর একদল লোক তাকে পিটিয়ে আধমরা করে এবং লাশ গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অর্ধদগ্ধ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, যাদের ‘বিক্ষুব্ধ মুসলিম জনতা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, তাদের কেউই ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা নয় ।র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন-মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের আলমগীর হোসেন (৩৮), ঝালকাঠির পোনাবালিয়া গ্রামের মিরাজ হোসেন আকন (৪৬), গাইবান্ধার সাঘাটা উপজেলার তারেক হোসেন (১৯) ও এরশাদ আলী (৩৯), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মহম্মদ লিমন সরকার (১৯) এবং সুনামগঞ্জের ধোয়ারা গ্রামের নিজম উদ্দিন (২০)।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহের ভালুকা উপজেলার আজমল হাসান সগীর (২৬) ও শাহিন মিয়া (১৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাজমুলকে (২১)। গ্রেপ্তারের তালিকা বিশ্লেষণে দেখা যায়, হত্যাকাণ্ডে সরাসরি যুক্তদের বড় অংশই ময়মনসিংহের বাইরের জেলা থেকে আনা হয়েছিল ।

নিহতের বোন চম্পা দাস বলেন,“আমার ভাই বিএ পাস। সে সাধারণ বাটন মোবাইল ব্যবহার করত। ধর্ম নিয়ে তার যথেষ্ট জ্ঞান ছিল। নবীকে নিয়ে কটূক্তি করার মতো মানুষ সে নয়। উৎপাদন বাড়ানো নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বিরোধ ছিল। সে কারণেই মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে।”

নিহতের বাবা রবি চন্দ্র দাস বলেন,’ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ থাকলে দেশে আইন আছে। আদালতে বিচার হতো।’নিহতের স্ত্রী মেঘনা রানী বলেন, ‘আমার একমাত্র সন্তান আজ বাবা হারা। এ হত্যার বিচার চাই।’

কী বলছে রাজনৈতিক মহল : 

ভালুকা উপজেলা বিএনপির প্রাক্তন আহ্বায়ক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটির এমপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, এত দ্রুত শতাধিক লোক সংগঠিত হওয়া স্বাভাবিক নয়। এখানে সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। ধর্ম অবমাননার ইস্যু ব্যবহার করে দেশকে অস্থিতিশীল ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত করতেই কোনো মহল এ ঘটনা ঘটিয়েছে।
ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম বলেন, ঘটনাটিতে ষড়যন্ত্রের আভাস স্পষ্ট। দেশকে অস্থিতিশীল করতে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিরপেক্ষ তদন্ত ছাড়া সত্য বের হবে না। শ্রমিক অধিকার আন্দোলন দমন, শিল্পস্বার্থ রক্ষা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির বৃহত্তর ছকের অংশ হিসেবেই দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড
সংঘটিত হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন ।। 

Previous Post

ভাতারে ২ মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

Next Post

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আলিঙ্গনে ক্ষুব্ধ হয়েই কি দ্রুত মাঠ ছেড়েছিলেন মেসি ? 

Next Post
প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আলিঙ্গনে ক্ষুব্ধ হয়েই কি দ্রুত মাঠ ছেড়েছিলেন মেসি ? 

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আলিঙ্গনে ক্ষুব্ধ হয়েই কি দ্রুত মাঠ ছেড়েছিলেন মেসি ? 

No Result
View All Result

Recent Posts

  • দ্বিতীয় দিনেও “অবতার ৩”-কে টেক্কা দিয়েছে “ধুরন্ধর”, বক্স অফিসে কে কাকে হারিয়েছে ?
  • কেন উপনিষদ্ (চতুর্থ খন্ড) : আত্মার স্বরূপ ও ব্রহ্মের সাথে তার সম্পর্ক
  • প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আলিঙ্গনে ক্ষুব্ধ হয়েই কি দ্রুত মাঠ ছেড়েছিলেন মেসি ? 
  • “বাংলাদেশ হিন্দুদের জন্য কতটা বিপজ্জনক এবং ইসলামের বর্বরতা কতটা ভয়াবহ প্রমান করল দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনা” : গির্ট ওয়াইল্ডার্স 
  • ভাতারে ২ মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.