দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ এপ্রিল : শহরকে নিষিদ্ধ প্লাসটিকমুক্ত করতে ফের অভিযান শুরু করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভা । মঙ্গলবার সকালে কাটোয়া পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর মলয়কান্তি ঘোষের নেতৃত্বে পুরসভা কর্মীরা ও পুলিসবাহিনী যৌথভাবে অভিযানে নামে । তাঁরা কাটোয়া শহরের কাছারি রোড, স্টেশন সংলগ্ন বাজারের দোকানগুলিতে একের পর হানা দিতে শুরু করেন । নিষিদ্ধ প্লাসটিক রাখার কারনে তাঁরা ১৫ জন ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করেন । পাশাপাশি দুটি গোডাউন সিল করে দেওয়া হয় ।
কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা বলেন, ‘নিষিদ্ধ প্লাসটিক ব্যবহার বন্ধের জন্য বারবার প্রচার করা সত্ত্বেও বেশ কিছু দোকানে ৭৫ মাইক্রনের নিচে প্লাসটিক ব্যাগ ব্যবহার করা হচ্ছিল । তাই পুলিশকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালানো হল । বেশ কিছু নিষিদ্ধ প্লাসটিক এদিন বাজেয়াপ্ত করা হয়েছে ।’ এই অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে বলে জানিয়েছেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান ।
ইতিপূর্বেও নিষিদ্ধ প্লাস্টিক বন্ধে একাধিকবার অভিযান চালিয়েছিল কাটোয়া পুরসভা । প্লাস্টিক ব্যবহারে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছিল । কাটোয়া পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর মলয়কান্তি ঘোষ বলেন, ‘বারবার ব্যবসায়ীদের আবেদন জানানো সত্ত্বেও ৭৫ মাইক্রন মানকের নিচে তাঁরা প্লাস্টিক ব্যবহার করেছিলেন । তাই বাধ্য হয়ে এদিন অভিযান চালানো হল ।’সিল করা দুই গোডাউনের মালিকের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।।