প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ জুন : শহর বর্ধমানে বেআইনি নির্মান নিয়ে অবশেষে টনক নড়েছে পুরপ্রশাসনের।বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল,রাজার শহর বর্ধমানের আকাশ ছুঁয়েছে বেআইনি তৈরি হওয়া একের পর এক অট্টালিকা।তবুও এতদিন নির্বিকার থেকেছে প্রশাসন।এবার বেআইনি নির্মানের অভিযোগের নিস্পত্তি করতে বর্ধমান পৌরসভা তৎপর হতেই পড়ে গিয়েছে শোরগোল ।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বুধবার জানিয়েছেন ,বর্ধমান শহরের ১৩১ টি বেআইনি বাড়ি তৈরী হয়েছে বলে এখনও অবধি খবর । বিধায়ক বলেন ,খুব তাড়া তাড়ি সেইসব বাড়ি গুলির মধ্যে ১২ টি বাড়ি ভাঙার কাজ বর্ধমান পৌরসভা শুরু করবে ।গত সোমবার বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার একটি বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে বিধায়ক জানিয়েছেন ।
বিধায়ক খোকন দাস এই প্রসঙ্গে আরও বলেন, বাড়ি তৈরির জন্য পুরসভার নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মের কোনও রকম তোয়াক্কা না করেই ওই ১২ টি বাড়ি তৈরি হয়েছে। সেই কারণেই ওই ১২ টি বাড়ি আগে ভাঙা হবে। এছাড়াও বেআইনি নির্মানের তালিকায় বাকি যে শতাধীক বাড়ি রয়েছে সেগুলির ক্ষেত্রেও ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হবে।তাছাড়াও পুরসভার অনুমতি ছাড়া যেসব বাড়ি মালিকরা বাড়িতে সাব মার্সিবল বসিয়েছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করবে বর্ধমান পৌরসভা।বিধায়ক খোকন দাস জানিয়েছেন,এই ক্ষেত্রে বাড়ি মালিকদের ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি পৌর বিধি অনুয়ায়ী ধার্য টাকাও জমা দিতে হবে বলে এ জানিয়েছেন বিধায়ক খোকন দাস।
বর্ধমান পৌরসভার এক আধিকারিক ( নাম প্রকাশে অনিচ্ছুক )এই বিষয়ে বলেন,গত দু’বছরে গোটা শহরে প্ল্যান ছাড়াই প্রচুর বেআইনি নির্মাণ হয়েছে।এমনকি সরকারি জায়গার উপরেও কয়েকজন প্রভাবশালী বাড়ি তৈরি করেছে।কিন্তু কোনও অজ্ঞাত কারণে এতদিন পুরসভার পক্ষ থেকে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। অবৈধ ভাবে নির্মিত সেইসব বাড়ি প্রশাসন ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় বলে ওই আধিকারিক মন্তব্য করেছেন ।।