দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ অক্টোবর : একাধিক গুরুতর মামলার আসামি সাদ্দাম শেখ ঘনিষ্ঠ ফেরার দুষ্কৃতী রাজা মল্লিককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর,ধৃতের বিরুদ্ধে বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক কারবার এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা ইত্যাদি সহ বিভিন্ন গুরুতর অভিযোগে পূর্ব বর্ধমান জেলার একাধিক থানায় মামলা রয়েছে । কাটোয়া মহকুমা আদালতেই তার বিরুদ্ধে জোড়া খুনসহ ৬ টি মামলা বিচারাধীন রয়েছে । ওই সমস্ত মামলায় আদালতে হাজিরাতে ডেকেও পাওয়া যায়নি তাকে । যেকারণে রাজা মল্লিক নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল । অবশেষে পুলিশ সূত্র মারফত খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার কাজিপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে । আজ রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৩১ অক্টোবর পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দেন ।
কাটোয়ার কেশিয়া মাঠপাড়ায় বাড়ি রাজা মল্লিককের । ২০১৪ সালে কাটোয়ায় রহিম শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনা ঘটে । তার জের মিটতে না মিটতেই ওইবছরেই অক্টোবর মাসে মঙ্গলকোটের মুসুরি গ্রামের কাছে হানিফ শেখ নামে এক ব্যক্তিকে খুন হন । ওই দুই খুনের ঘটনাতেই নাম জড়ায় রাজা মল্লিকের । এছাড়াও সে ২০২১ সালে কাটোয়ার মেজিয়ারি গ্রামে একই রাতের মধ্যে দুই জায়গায় ডাকাতির ঘটনাতেও অভিযুক্ত ছিল ।২০১৮ সালে জামিনে কারাগার থেকে ছাড়া পেয়ে রাজা মল্লিক আর কাটোয়া ঢোকেনি । তারপর থেকেই ফেরার হয়ে যায় সে । তার বিরুদ্ধে চলা মামলাগুলির শুনানিতেও হাজির হত না । অবশেষে আদালত থেকে রাজা মল্লিককের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়োনা জারি হতেই তাকে পাকড়াও করতে উঠেপড়ে লাগে কাটোয়া থানার পুলিশ ।
উল্লেখ্য,গত মাসে বাঁকুড়া জেলা সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছিল রাজা মল্লিককের গুরু তথা কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম শেখ । সে বাড়ি ফেরার সময় তার কয়েকজন আত্মীয়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে । তারপরেই হঠাৎ উধাও হয়ে যায় সাদ্দাম । সপ্তাহ দুয়েক আ আগে তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ।তার আগেই মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাকড়াও করা হয় জঙ্গল শেখকে । জঙ্গল ও সাদ্দামের বিরুদ্ধে বেআইনি অস্ত্র কারবারের অভিযোগ রয়েছে । এবারে গ্রেফতার হল সাদ্দাম শেখ ঘনিষ্ঠ রাজা মল্লিক । এখন জঙ্গল ও সাদ্দামের কারবারে রাজার কী ভূমিকা রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।।