এইদিন ওয়েবডেস্ক,বুরহানপুর,০৭ আগস্ট : ইসলাম গ্রহণ করতে অস্বীকার করায় মধ্যপ্রদেশের বুরহানপুরে নাভারা গ্রামের হিন্দু তরুনী ভাগ্যশ্রী ধানুকের বাড়িতে ঢুকে পশুকাটার ছুরি দিয়ে জবাই করার পর নির্মমভাবে কুপিয়ে খুন করেছিল শেখ রইস নামে এক ব্যক্তি । শেখ রইস বিবাহিত এবং সে তিন সন্তানের জনক । তারপরেও ওই হিন্দু তরুনীর উপর কুনজর পড়েছিল তার । পুলিশ তাকে গ্রেপ্তার করেছে । পাশাপাশি সোমবার (৫ আগস্ট ২০২৫) শেখ রইসের অবৈধ নির্মান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বুরহানপুর প্রশাসন ।
নেপানগরে রেলওয়ে ওভারব্রিজের নীচে অবৈধভাবে একটি মহিষের আস্তাবল তৈরি করেছিল শেখ রইস । সোমবার বিকেলে প্রশাসন বুলডোজার চালিয়ে এই অবৈধ নির্মান ভেঙে গুঁড়িয়ে দেয় । উপস্থিত ছিলেন জেলার এসডিএম ভাগীরথ ভাখলা, থানার ইনচার্জ জ্ঞানু জয়সওয়াল এবং পৌরসভার নরেন্দ্র সিং তানওয়ার সহ অন্যান্য কর্মকর্তারা ।
গত শুক্রবার (১ আগস্ট ২০২৫), নভারা গ্রামের হিন্দু তরুনী ভাগ্যশ্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে শেখ রইস। মৃতার দিদির অভিযোগ,তার বোনকে দীর্ঘদিন ধরে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল রইস । কিন্তু সে মুসলিম সম্প্রদায়ের এবং আগে থেকেই বিবাহিত হওয়ায় তার বোন ও সে রইসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল । সেই কারনে শুক্রবার বাড়িতে ঢুকে তার বোনকে রইস গলা কেটে ও কুপিয়ে খুন করে৷
খুনের ঘটনার অব্যবহিত পরেই ঘাতক শেখ রইসকে গ্রেপ্তার করে পুলিশ । তার ফাঁসির দাবিতে হিন্দু সংগঠনগুলি নেপানগর এবং নাভারায় দোকানপাট বন্ধ করে দেয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের অবৈধ নির্মান ভেঙে ফেলার দাবি করে। সোমবার রইসের আস্তাবলে বুলডোজার চালানোর একদিন আগে রইসের ওই নির্মান চিহ্নিত করেছিল প্রশাসন ।।

