এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ অক্টোবর : আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের কিংপিন মোস্ট ওয়ান্টেড হাসমত সেখ নামে এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ । ধৃতের বাড়ি মালদার কালিয়াচকের শাহবাজপুরের বামুনটোলায়। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউমার্কেটের একটি হোটেল থেকে পুলিশ তাকে পাকড়াও করে । গ্রেপ্তার করা হয়েছে হাসমতের দুই সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখকে । ধৃত ওই দু’জনের মধ্যে প্রথমজনের বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এবং দ্বিতীয় জন ঝাড়খণ্ডের রাজমহলের বাসিন্দা । হাসমত সেখের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে৷ পুলিশের খাতায় সে মোস্ট ওয়ান্টেড ছিল । অবশেষে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের এই পান্ডাকে গ্রেপ্তার করতে পেরে স্বস্তিতে পুলিশ ।
জানা গেছে,বামুনটোলার বাসিন্দা সেন্টু শেখের ছেলে হাসমত সেখ । নিজের এলাকায় মাদক পাচারের বিশাল একটা চক্র চালাচ্ছিল হাসমত । মনিপুর থেকে কাঁচামাল কালিয়াচকে এনে ব্রাউন সুগার তৈরি করে এরাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, মনিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড়ো একটা চক্র তৈরি করেছিল হাসমত সেখ । তারপর সেই নিষিদ্ধ মাদক চাড়িয়ে দিত অনান্য রাজ্যে । হাসমত এরাজ্যে ব্রাউন সুগার তৈরি ও এরাজ্যসহ অনান্য রাজ্যে পাচারের অন্যতম প্রধান মাথা ছিল । এর আগে এই চক্রের অন্তত ১০০ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ । কিন্তু ধুর্ত হাসমত প্রতিবারই পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হয় । সম্প্রতি মালদা জেলা পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের ফলে হাসমত সেখ তার বেআইনি কারবার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় নিয়ে যায় ।
জানা গেছে,এই নিষিদ্ধ কারবার চালিয়ে মাত্র ২৭ বছর বয়সেই বিপুল সম্পত্তির মালিক হয়ে গেছে হাসমত শেখ । সিকিম, দার্জিলিং, কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে। ধৃতদের মালদায় এনে মঙ্গলবার জেলা আদালতে তুলে হাসমত সেখকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । এই চক্রের জাল কতদুর বিস্তৃত তা জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।।

