এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ অক্টোবর : এলাকার বন্যাদুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । সোমবার তিনি ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম ঘুরে ঘুরে দূর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে আসেন ।প্রসঙ্গত, মাহাতা পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গেছে কুনুরনদী ।
প্রতিবছর বর্ষায় কুনুরের জল ছাপিয়ে পঞ্চায়েত এলাকার অন্তর্গত মাহাতা, বসতপুর, জলদগ্রাম, বেরুয়া, বারমল্লিক প্রভৃতি একাধিক গ্রামে জল ঢুকে যায় । এবারে ডিভির ছাড়া জলে নদীতে জলস্ফীতির কারনে ওই সমস্ত গ্রামগুলি প্লাবিত হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা । ফলে ঘরবাড়ির পাশাপাশি কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । এদিন ওই সমস্ত গ্রামের বন্যাদূর্গতদের হাত ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তা দেন বিধায়ক ।।