দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ জানুয়ারী : প্রতিষ্ঠিত ব্যক্তিদের নামে ফেসবুকে ভূয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিনব জাল ছড়িয়েছে দুষ্কৃতিরা । কখনও বিশেষ প্রয়োজনে প্রভুত অর্থের দরকার বলে বন্ধু মহলে সাহায্যের জন্য আবেদন জানানো হচ্ছে । কখনও আবার নগ্ন ছবি ও ভূয়ো হোয়াটস অ্যাপ ভিডিও কল ভাইর্যাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্লাক মেলিংয়ের চেষ্টা করতে প্রতারক চক্র । গোটা রাজ্য জুড়ে ছড়িয়েছে প্রতারকদের এই জাল । এমনই বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকা থেকেও । ভুক্তভুগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে সাইবার ক্রাইম বিভাগ ৷ প্রতারণার হাত থেকে বাঁচতে ফেসবুকে অপরিচিতের সঙ্গে বন্ধুত্ব গ্রহন করার বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে কাটোয়া শহরে বেশ কয়েকজন ব্যক্তিকে এহেন
পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে । ভুক্তভোগীরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত ব্যক্তি । কেউ অবসরপ্রাপ্ত শিক্ষক । কেউ ব্যবসায়ী । এমনকি কাটোয়ার এক মহিলা আইনজীবীও রয়েছেন এই তালিকায়। তাঁদের প্রত্যেকেই মূলত কোনও না কোনও ফেসবুক বন্ধু টার্গেট করেছে ।
জানা যায়,ওই সমস্ত ব্যক্তিদের ফেসবুক আ্যকাউন্ট থেকে ছবি, ফোন নম্বর, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অন্য একটি বা দুটি ভুয়ো আ্যাকাউন্ট খুলছে প্রতারক চক্র । তারপর সেই ভুয়ো আ্যাকাউন্ট থেকে তাঁদের পরিচিতদের মেসেজ পাঠাচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে । সেখানে আত্মীয়ের চিকিৎসায় অর্থ সাহায্যের জন্য অনুরোধ করা হচ্ছে । টাকা পাঠাতে বলা হচ্ছে ‘ফোন পে’ বা ‘গুগুল পে’র মাধ্যমে । তার নম্বরও দিয়ে দেওয়া হচ্ছে । পরিচিতের এহেন কাতর আবেদনে কেউ কেউ সাড়াও দিচ্ছেন । আর এইভাবেই প্রতারিত করা হচ্ছে মানুষকে । এর পাশাপাশি, ভুয়ো আ্যাকাউন্ট খুলে সেখানে অপরিচিত মহিলার নগ্ন ছবি পোস্ট করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে ওই প্রতারক চক্র ।
কাটোয়া মহকুমা আদালতের আইনজীবি পারমিতা বন্দ্যোপাধ্যায় বলেন,’আমার নামেও দুটো ভুয়ো ফেসবুক আ্যাকাউন্ট খোলা হয়েছে। একটিতে আবার আমার মোবাইল নম্বরও ব্যবহার করা হয়েছে । একটি ভুয়ো আ্যাকাউন্টে নগ্ন ছবি পোস্ট করা হয়েছে।’ কাটোয়া শহরের বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় বলেন,’আমার নামে ভুয়ো আ্যকাউন্ট খুলে আমারই পরিচিতদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়েছে । বলা হচ্ছে আমার কোনও পরিচিত নাকি হাসপাতালে ভর্তি আছেন । সাহায্য প্রয়োজন ।’ কাটোয়া শহরের পানুহাটের বাসিন্দা চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাকে ভিডিও কল করে অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করা হয়েছে । আমি এনিয়ে ফেসবুকে পোস্ট করে বন্ধুদের সতর্কও করে দিয়েছি । সেই সঙ্গে বিষয়টি আমি কাটোয়া থানায় জানিয়েছি ।’
কিন্তু বর্তমানে সময়ে যেখানে সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত,সেখানে প্রতারকদের এই জাল ছিন্ন করা আদপেই কি সম্ভব হবে পুলিশের পক্ষে ? বরঞ্চ ব্যক্তিগত সচেতনতাই সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।।