এইদিন ওয়েবডেস্ক,কান্নুর(কেরালা),১২ জুলাই : কেরালার কান্নুর জেলার পায়ানুরে আরএসএস কার্যালয়কে নিশানা করল দুষ্কৃতীরা । মঙ্গলবার সকালে ওই কার্যালয়কে লক্ষ্য করে দুষ্কৃতীরা একটি শক্তিশালী বোমা ছুড়ে পালিয়ে যায় । বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে । আরএসএস কার্যালয়ের সমস্ত জানালার কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায় । যদিও বিস্ফোরণের সময় মানুষ নিজ নিজ ঘরে ঘুমাচ্ছিল, তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । তবে কে বা কারা বোমা ছুড়েছে তা স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
উল্লেখ্য,এর আগেও আরএসএস কার্যালয়কে টার্গেট করা হয়েছিল । ২০১৭ সালের জুলাই মাসে আরএসএসের অফিসে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল । সেই সময় সিপিআই(এম) কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল । ফের একবার নিশানা করা হল সঙ্ঘের কার্যালয়কে । এদিনের এই হামলার জন্য বিজেপির স্থানীয় নেতা টম ভাদাক্কান রাজ্য প্রশাসনের ব্যার্থ্যতাকে দায়ী করেছেন ।।