প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ অক্টোবর : মারধোর করে এক আলুবীজ ব্যবসায়ীর হাত পা ভেঙে দিয়ে লক্ষাধীক টাকা ছিনিয়ে নেবার অভিযোগ উঠলো সশস্ত্র দুস্কৃতিদের বিরুদ্ধে ।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গলসির ব্যবসায়ী মহলে।গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলুবীজ ব্যবসায়ী রফিক শা।তাঁর স্ত্রী মমতাজ বেগম ঘটনা সবিস্তার উল্লেখ করে শনিবার গলসি থানায় অভিযোগ জানিয়েছেন । পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে ।
আলুবীজ ব্যবসায়ী রফিক শা এর বাড়ি গলসি থানার তেঁতুলমুড়িয়া গ্রামে। ব্যবসায়ীর ভাগ্নে শান্ত শা জানিয়েছেন,“শুক্রবার সন্ধ্যায় তাঁর মামা রফিক শা নিজের গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছিলেন । ওই সময়ে গ্রামের মোড়ে ৬-৭ জন দুস্কৃতি তাঁর পথ আটকায় । তারা রফিক শা কে মাটিতে ফেলে রড লাটি দিয়ে নির্মম ভাবে পেটিয়ে হাত পা ভেঙে দেয় ।এরপর ওইসকল আক্রমণকারীরা রফিক শা-র কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
এই ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রফিক শা কে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ।হামলার ঘটনার সবিস্তার উল্লেখ করে তাঁর মামি মমতাজ বেগম শনিবার গলসি থানায় অভিযোগ করেছেন বলে শান্ত শা জানিয়েছেন ।
আক্রান্তের স্ত্রী মমতাজ বেগম অভিযোগে জানিয়েছেন ,তাঁর স্বামীকে আক্রমণের ঘটনায় জড়িতদের কাছে আগ্নেআস্ত্র ছিল। এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামীও আক্রমণ চালাোর ঘটনায় জড়িত রয়েছে । যারা যারা তাঁর স্বামীকে মারধোর করছে তাঁরা এখন তৃণমূল কংগ্রেস দলে সঙ্গে থাকলেও গত বিধানসভা নির্বাচনে তাঁদের অনেকে বিজেপির বুথ এজেন্ট ছিল বলে মমতাজ বেগম দাবি করেছেন । যদিও ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলেই দাবি কেরেছেন গলসির তৃণমূল ও বিজেপি নেতৃত্ব ।।