এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ অক্টোবর : পাকিস্থানের জেলে ৯ মাসে ৬ ভারতীয়ের মৃত্যু হয়েছে । শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি । তিনি বলেন,’ নিহত ৬ ভারতীয়ের কারাবাসের সাজার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল । তাঁদের ফিরিয়ে দেওয়ার জন্য বারবার আবেদন করা সত্ত্বেও অবৈধভাবে আটকে রেখেছিল পাকিস্থান ।’ পাকিস্থানের জেলে ক্রমাগত ভারতীয় বন্দী মৃত্যুর ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,’ভারতীয় বন্দীদের নিরাপত্তার বিষয়টি ইসলামাবাদে আমাদের হাই কমিশন বারবার উত্থাপন করেছে। পাকিস্তান সরকারের কাছে আবেদন রয়েছে যে সমস্ত ভারতীয় বন্দীদের অবিলম্বে মুক্তি দিয়ে ভারতে পাঠানো হোক ।’ সেই সঙ্গে পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে মার্কিন রাষ্ট্রদূতের সফর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের আপত্তির কথা জানানো হয়ে বলে জানিয়েছেন তিনি ।
শিশুসহ ৪ সদস্যের হত্যার বিষয়ে অরিন্দম বাগচি বলেছেন,’ঘটনাটি মর্মান্তিক। আমাদের দূতাবাস পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। মার্সেড কাউন্টি পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা তাদের সম্ভাব্য সব ধরনের সাহায্য করছি।’ পাশাপাশি ইন্ডিয়ানা (মার্কিন) হোস্টেলে ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রের হত্যার বিষয়ে তিনি বলেন,’এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের বলা হয়েছে, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তদন্তের গতিবিধির উপর নজর রাখছি।’
মিয়ানমারে আটকে পড়া ভারতীয়দের বিষয়ে বাগচী বলেন,’এখনও পর্যন্ত প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আমরা অন্যদেরও ফিরিয়ে আনার চেষ্টা করছি। মিয়ানমারে বন্দিদের সঠিক সংখ্যা আমাদের কাছে নেই। আমরা সেখানে অনেক ভারতীয়র সাথে যোগাযোগ করছি ।’।