এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ ফেব্রুয়ারী : দীর্ঘ কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে ভারতের প্রতিবেশী দেশ মিয়ানমারে । বর্তমানে এই দেশটিতে উত্তেজন এখন তুঙ্গে । যে কারণে মিয়ানমারে যেতে নিষেধ করা করেছে ভারতের বিদেশ মন্ত্রক । মঙ্গলবার বিদেশ মন্তকের জারি করা একটি বিবৃতিতে ভারতীয় নাগরিকদের রাখাইন রাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে । বিদেশ মন্ত্রক বলেছে যে রাখাইন রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকদের অবিলম্বে অন্য জায়গায় স্থানান্তর করা উচিত। সহিংসতা বৃদ্ধি, ল্যান্ডলাইন সহ টেলিযোগাযোগ নেটওয়ার্কের ব্যাঘাত এবং প্রয়োজনীয় পণ্যের ঘাটতি সহ বর্তমান পরিস্থিতির কারণে সমস্ত ভারতীয়কে রাখাইন রাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিদেশ মন্ত্রক আরও বলেছে যে ইতিমধ্যে রাখাইন রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে রাজ্য ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । ইয়াঙ্গুনে ভারতীয় দূতাবাসে প্রত্যেককে নিজেদের নিবন্ধন করতে বলা হয়েছে,যাতে জরুরী পরিস্থিতিতে মিয়ানমারে অবস্থান করা ভারতীয়দের সুবিধা প্রদান করা যায়।
২০২১ সালের পয়লা ফেব্রুয়ারী থেকে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয় । গোটা দেশের দখল নিয়ে নেয় মিয়ানমারের সেনাবাহিনী । এরপর থেকে মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ব্যাপক সহিংস বিক্ষোভ শুরু হয় । রাখাইন রাজ্য এবং অন্যান্য কয়েকটি এলাকায় গত বছরের অক্টোবর থেকে সশস্ত্র জাতিগোষ্ঠী এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে । গত বছরের নভেম্বর থেকে মিয়ানমারের বেশ কয়েকটি শহরে এবং ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায় দুই পক্ষের মধ্যে সহিংসতা বেড়েছে। নাগাল্যান্ড এবং মণিপুর সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে মিয়ানমারের ১,৬৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী তার বিরোধীদের এবং শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামরত জনগণের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সশস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করার জন্য মিয়ানমারের সৈন্যরা ভারতে প্রবেশের ঘটনাও ঘটেছে । সংঘাতের জেরে এযাবৎ কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে মিয়ানমারে ।।