এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ এপ্রিল : নয়া ওয়াকফ আইনের প্রতিবাদের নামে আজ মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে পুলিশের উপর হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা । জঙ্গিপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে দেদার ইঁট পাটকেল ছোড়া হয়েছে । আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতেও । জঙ্গিপুরে জলন্ত গাড়ি ও অভিষেক ব্যানার্জির বক্তব্যের একটা পুরনো ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অভিষেক ও মমতা ব্যানার্জিকে তুলোধুনো করেছেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ।
তিনি লিখেছেন,’শ্যামাপ্রসাদ মুখার্জীর এই বাংলায় বিশেষ সম্প্রদায়ের সংবিধানবিরোধী সহিংস আন্দোলন দেখে ‘প্রিন্স অফ কালীঘাট’ অভিষেক ব্যানার্জিকে আমার একটাই প্রশ্ন, আজকে যখন মুর্শিদাবাদে আপনার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের লালিত পালিত ‘দুধেল গাই’রা পুলিশের গাড়ি জ্বালাচ্ছে, একের পর এক সরকারি সম্পত্তি ধ্বংস করছে তখন আপনার ‘হিরোইজম’ কোথায় গেলো? আতঙ্কের পশ্চিমবঙ্গে আইন কি শুধু নিরীহ হিন্দুদের বিরুদ্ধে!’
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে বিজেপির নবান্ন অভিযানের সময় পুলিশের গাড়ি পোড়ানোর অভিযোগ উঠেছিল ।আক্রান্ত হন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় । এসএসকেএম হাসপাতালে তার স্বাস্থ্যের খোঁজ নিয়ে বেরিয়ে এসে অভিষেক বলেছিলেন,আন্দোলনের নামে গুন্ডামি, ভণ্ডামি, দাদাগিরি এবং গায়ের জোরে দুর্বৃত্তদের, দুষ্কর্মকারীদের কাজে লাগিয়ে পুলিশকে মারধর করা হয়েছে। পুলিশের গাড়িতে ধরানো হয়েছে আগুন। নির্মম ভাবে লাঠি দিয়ে মারা হয়েছে। এমনকি লোহার রড দিয়ে মারা হয়েছে। পুলিশ যে সংযম, ধৈর্যের পরিচয় দিয়েছে, সেজন্য কুর্নিশ জানাই। আন্দোলন করার অধিকার সবার, গুন্ডামি-মস্তানির অধিকার নেই। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত, সিপিএম আমলে যেটা হত। পুলিশ গুলি না চালিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ গুলি চালালে সাধারণ মানুষের ক্ষতি হত। এটা সিপিএম ভাবত না। আমরা ভেবেছি। এটাই পরিবর্তন।’
এরপর তিনি বলেছিলেন,’যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎবাবুকে বললাম, আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে পুলিশের গাড়িতে আগুন জ্বালানো হতো, এরকম হামলা হতো, তাহলে আমি (কপালে আঙুল ঠেকিয়ে) মাথায় শ্যুট করতাম।’
তবে শুধু অভিষেকই নয়,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে সুকান্ত মজুমদার লিখেছেন,’ভারতবর্ষের সর্বকালের সেরা ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে বলছি, লোকচক্ষুর আড়ালে না থেকে এই মুহূর্তে আপনার দৃষ্টিভঙ্গি জানান। নাকি ২৬০০০ এর থেকে নজর ঘোরাতে এই মৌলবাদী তাণ্ডবের নির্দেশ আপনিই আপনার শান্তি বাহিনীকে দিয়েছেন?’