এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,২৩ অক্টোবর : বাংলাদেশের ফের এক হিন্দু শিক্ষককে অস্ত্রের ভয় দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করল জামাত ইসলামির জঙ্গিরা । আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশকে জঙ্গিরা পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে বলে অভিযোগ । পদত্যাগপত্রে তাকে লিখতে বাধ্য করা হয়েছে, ‘আমি স্বেচ্ছায় ইতিহাস বিভাগের শিক্ষক হিসাবে পদত্যাগ করছি’ । তবে এক লাইনে লেখা ওই পদত্যাগপত্র কলেজ কর্তৃপক্ষ গ্রহণও করেছে বলে জানা গেছে । অভিযোগ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনান্য হিন্দু অধ্যাপকদেরও পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে জঙ্গি সংগঠন জামাত ইসলামির জঙ্গি ছাত্র ও নেতারা ।
ওই অধ্যাপককে ঘিরে ধরে পদত্যাগের মুচলেকায় স্বাক্ষর করিয়ে নেওয়া এবং পদত্যাগপত্রের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ তাদের ফেসবুক পেজে ওই হিন্দু শিক্ষককে পদত্যাগে বাধ্য করার খবর জানিয়েছে । এই ঘটনায় বহু ব্যবহারকারী আতঙ্ক প্রকাশ করেছেন । তপন বক্সি লিখেছেন,’সামনের দিনগুলো খুব খারাপ আসতেছে, ঐক্যবদ্ধ প্রতিবাদ এর থেকে বের হয়ে আসার রাস্তা। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। এখন ভাবতেছি আমার কিছু ত হয় নাই, যখন হবে তখন বুঝা যাবে৷’ মিঠুন চাষা নামে এক ব্যবহারকারী লিখেছেন,’এখন প্রশ্ন হলো ৫ আগস্টের আগে এমন পদত্যাগ হতে দেখিনি, তাহলে এখন কেন হবে। আসলে বর্তমানে আমরা সনাতনীরা তাদের টার্গেট, এর জন্য বেছে বেছে জোরপূর্বক আমাদের পদত্যাগ করানো হচ্ছে।’
প্রসঙ্গত,শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর বাংলাদেশের শাসন ক্ষমতা এখন ইসলামি জঙ্গি সংগঠনগুলির হাতে । গত আগস্ট মাস থেকে জঙ্গিদের নিশানা হচ্ছে সেদেশের হিন্দুরা । ইতিমধ্যেই বহু হিন্দু ভিক্ষাজীবীকে স্কুল ও কলেজ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে জঙ্গিরা । তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুস কার্যত মুখ ফিরিয়ে থাকায় সেদেশের হিন্দুদের জীবন কার্যত নরকে পরিনত হয়েছে ।।