জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর,১২ জুন : দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের গঙ্গারামপুর শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় গঙ্গারামপুর পৌরসভার দেবীকোট ভবনে অনুষ্ঠিত হল “মাটির কথা” শীর্ষক গান বিষয়ক কর্মশালা ও লোকসাংস্কৃতি অনুষ্ঠান ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের কবিগান, পালা গান, ভাওয়াইয়া শিল্পীরা । শিল্পিরা গানের ভাষা ও সুরের মূর্ছনার মধ্য দিয়ে ক্ষনিকের জন্য শ্রোতাদের নিয়ে যান সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার নির্জন মেঠো পথে । এক অনির্বচনীয় আনন্দে ভেসে যায় শ্রোতাদের প্রাণ ও মন ।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের গঙ্গারামপুর শাখার সাংবাদিকদের পরিচালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল সাংবাদিকসহ বিশিষ্ট জনেরা । সাংবাদিকদের পক্ষ থেকে শিল্পীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় ।”মাটির কথা” অনুষ্ঠানে নানা ধরনের লোকসংস্কৃতি নিয়েও চর্চা চলে । চেয়ারম্যান প্রশান্ত মিত্র এই বিষয়ে বক্তব্য রাখেন । পাশাপাশি তাঁর হাত দিয়ে লোকসংস্কৃতির শিল্পীদের বিশেষ তিনজনের হাতে মানপত্র তুলে দেওয়া হয় । পরিশেষে অনুষ্ঠানে আগতদের মধ্যে বিতরণ করা হয় গাছের চারা ।।