এইদিন ওয়েবডেস্ক,তমলুক(পূর্ব মেদিনীপুর),২৮ এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri) সাম্প্রদায়িক হিংসার মূল মাস্টার মাইন্ড ফরিদ শেখ ওরফে নিতুকে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । বৃহস্পতিবার বিকেলে তমলুকে ফরিদের কাকার বাড়ি থেকে তাকে পাকড়াও করে পুলিশ । তারপর ওই দুষ্কৃতীকে বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয় ।
গত সপ্তাকে দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে । শোভাযাত্রাটি জাহাঙ্গীরপুরীর সি -ব্লকের জামা মসজিদের কাছে যেতেই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড আনসার তার ৫-৬ জন সঙ্গীকে সঙ্গে নিয়ে এসে শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের সঙ্গে বচসা শুরু করে । তারই মাঝে তারা শোভাযাত্রা লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয় । দু’পক্ষই তখন একে অপরকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে ।
পুলিশ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে জাহাঙ্গীরপুরী থানার আধিকারক মেদা লালের বাম হাতে একটি গুলি এসে লাগে । সেই গুলি ফরিদ শেখই চালিয়েছিল বলে দাবি পুলিশের । মেদা লাল জানিয়েছেন,সেদিন তার সামনেই ৬-৭ রাউন্ড গুলি চালানো হয়েছিল । এদিকে ঘটনার অন্যতম দুই চক্রী আনসার ও আসলাম গ্রেফতার হলেও চম্পট দেয় ফরিদ শেখ । সে সোজা পশ্চিমবঙ্গের তমলুকে মামার বাড়িতে এসে আত্মগোপন করে থাকে । কিন্তু বিভিন্ন সুত্র ধরে তার হদিশ পেয়ে যায় দিল্লি পুলিশ । শেষে এদিন বিকেলে মামার বাড়ি থেকে ফরিদকে পাকড়াও করা হয় ।।