এইদিন স্পোর্টস নিউজ,১৪ জানুয়ারী : ফের জাতীয় ক্যারাটে চ্যম্পিয়নশিপে সাফাল্য পেল বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমি । ‘নবম ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল ক্যারাটে চ্যম্পিয়নশিপ ২০২৫’ থেকে মোট ৯ টি পদক এনে দিল দ্য মার্শাল আর্টস একাডেমির প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশিস কুমার মন্ডলের ৯ জন প্রতিযোগী ৷ তার মধ্যে রয়েছে ৩ টি সোনা, ৩ টি রুপো এবং ৩ টি ব্রোঞ্জ পদক । সফল প্রতিযোগিরা সকলেই মেয়ে । আর তাদের নাম শ্রেয়সী ঘোষ (সোনা কাতা ও সোনা কুমিতে), অয়নতিকা সাহা (ব্রোঞ্জ কাতা ও সোনা কুমিতে), ইশানী গুপ্তা (ব্রোঞ্জ কাতা ও রুপো কুমিতে), লগ্নজিতা খাঁ (রুপো কাতা), চন্দ্রিমা চক্রবর্তী (রুপো কাতা) এবং স্নেহাশ্রী দাস (ব্রোঞ্জ কাতা)।
ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে গত ১২ ই জানুয়ারী ‘নবম ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল ক্যারাটে চ্যম্পিয়নশিপ ২০২৫’ অনুষ্ঠিত হয় । দেবাশিস মন্ডল জানিয়েছেন,এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৭৫টি স্কুল থেকে প্রায় ১৫০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
৬ জন প্রতিযোগী পূর্ব বর্ধমানের হয়ে অংশগ্রহণ করে এবং তারা সকলেই তার শিক্ষার্থী । তার ৬ মেয়ে প্রতিযোগী মোট ৯ টি পদক জিতেছে বলে জানান তিনি । তিনি বলেন,’এই সাফল্যে আমি গর্বিত । ফের আমার সংস্থার মেয়েরা বর্ধমানের মুখ উজ্জ্বল করল ।’।