এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ ডিসেম্বর : গরু পাচারে বাধা দেওয়ায় এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল চোরা কারবারিদের বিরুদ্ধে । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার দুইশত দীঘি গ্রামে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম শ্যামাচরণ মন্ডল । বুধবার পরিবারের পক্ষ থেকে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করেছে পুলিশ । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।
দুইশত দিঘি গ্রামের সীমানায় বাড়ি শ্যামাচরণ মন্ডলের । মৃতের ছেলে প্রসেনজিৎ জানিয়েছেন, তাঁদের বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা গেছে । ওই রাস্তা দিয়ে গরু নিয়ে গিয়ে বাংলাদেশে পাচার করে চোরা কারবারিরা । সাধারনত রাতের অন্ধকারে এই অবৈধ কারবার চালায় গরু পাচারকারীরা । তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে পাচারকারীদের একটি বড়সড় দল আমাদের বাড়ির পিছনের রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছিল । সেই সময় আমার বাবা গিয়ে প্রতিবাদ করে । তখন গৌর চাঁদ সিংহ, জয়রাম সিংহ, সুজিত সিংহ, বিদ্যুৎ সিংহ সহ বেশ কয়েকজন ইঁট-বাঁশ নিয়ে বাবার উপর চড়াও হয় । তারা বাবার গলা থেকে মাথা পর্যন্ত ইঁট আর বাঁশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে । বাবা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায় ।’
জানা গেছে,পরিবারের লোকজন শ্যামাচরনবাবুকে প্রথমে গোলাপগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানকার চিকিৎসকরা তাঁকে মালদা জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু মালদা জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের ।
এদিন পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় এফ আই আর দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তিন জনকে আটক করেছে পুলিশ ।।