এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ সেপ্টেম্বর : ১৯৪৬ সালের ১৬ই আগস্ট মুসলিম লীগের নেতা হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর “ডাইরেক্ট অ্যাকশন ডে” ঘোষণার পর ৩ দিন ধরে কলকাতার বুকে হিন্দু নরসংহার চলে । ওই বছরের বাংলাদেশের নোয়াখালীতে হিন্দু নরসংহার হয় । এই দুই স্থানের নরসংহারের ঘটনা অবলম্বনে নির্মিত বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর বহুভাষিক ছবি “দ্য বেঙ্গল ফাইলস্” শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে রিলিজ হয়েছে । কিন্তু ব্যক্তিক্রম পশ্চিমবঙ্গ ও কিছু ইসলামি রাষ্ট্র । এই বিষয়ে খোদ পরিচালক গতকাল মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে লেলিয়ে দিয়ে ছবি রিলিজ না করার জন্য সিনেমা হলগুলির মালিকদের হুমকি দিচ্ছে । তিনি বিষয়টি “অঘোষিত নিষেধাজ্ঞা” হিসাবে দেখছেন ।
এদিকে “দ্য বেঙ্গল ফাইলস্” এরাজ্যে রিলিজ করতে না দেওয়ার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করছে বিজেপি ৷ আজ শনিবার দুপুরে মালদা শহরের একটি সিনেমা হলের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির একাধিক নেতা-কর্মী। হাতে প্ল্যাকার্ড ও স্লোগানে তাঁরা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যে ছবিটি দেখাতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি, এই ছবিটি সাধারণ মানুষের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি। অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হলে ‘দ্য বেঙ্গল ফাইলস’দেখানোর ব্যবস্থা না করা হলে, গোটা রাজ্যের সিনেমা হল স্তব্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা । বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন,’একটা সিনেমা মানুষকে দেখানোর জন্য যদি আদালতের দ্বারস্থ হতে হয়, তবে সেটাই রাজ্যের গণতন্ত্রের চিত্র তুলে ধরে। আমরা চাই, দ্রুত পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পাক।’
বিক্ষোভ চলাকালীনই ঘটনায় নতুন মাত্রা যোগ করে অন্য দৃশ্য। একই সময়ে, ওই সিনেমা হল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অন্য একটি বাংলা সিনেমার প্রচারে উপস্থিত ছিলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ফলে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায়।
তবে পশ্চিমবঙ্গে ছবিটির রিলিজে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হওয়ায় খুশি প্রকাশ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী । আজকে মালদায় একটা সিনেমা হলের সামনে বিক্ষোভ প্রদর্শনের প্রতিক্রিয়ায় তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’অবশেষে, “দ্য বেঙ্গল ফাইলস”-এর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাংলার বাঙালিরা সিনেমা হলগুলিতে প্রতিবাদ করছে। আপনি সমস্ত বড় মাল্টিপ্লেক্স চেইনকে ট্যাগ করেও প্রতিবাদ করতে পারেন।’।