এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৮ জুন : সেন্সর বোর্ডের অস্বীকৃতি সত্ত্বেও “৭২ হুর”(72 Hoorain)-এর ট্রেলার রিলিজ করল নির্মাতারা । জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত এই ছবিটির ট্রেলার আজ বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে । নির্মাতারা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন(CBFC)-এর কাছে ট্রেলারটির ছাড়পত্রের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু সেন্সর বোর্ড আপত্তিকর বিবেচনা করে ট্রেলার পরিবর্তনের পরামর্শ দিয়েছে এবং আপাতত এটিকে সার্টিফিকেট দিতে অস্বীকার করেছে । কিন্তু সেন্সর বোর্ডের সিদ্ধান্তের পরেও এদিন ছবিটির ট্রেলার ডিজিটালি প্রকাশ করা হয়েছে । নির্মাতারা ছবিটিকে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে দাবি করেছেন ।
ট্রেলারে দেখা গেছে, সাদা দাড়ির ও সাদা পোশাকের এক ইসলামি ধর্মগুরু মসজিদ সদৃশ্য এক জায়গায় রয়েছে । সে বলছে,’তোমরা জিহাদের রাস্তা পছন্দ করেছ । শহীদ হওয়ার পর তোমরা যখন চোখ খুলবে, নিজেকে হুর-এর বাহুবন্ধনে দেখতে পাবে । একটা নয়,দুটো নয়, ৭২ টা হুর ।’
ট্রেলারটিতে দুই ব্যক্তির ফিদায়িন হয়ে ওঠার কাহিনী দেখানো হয়েছে । দেখানো হয়েছে, বিস্ফোরণ ও বহু হতাহতের ছিন্নভিন্ন দেহের ছবি । কিন্তু আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো ওই ব্যক্তিরা মৃত্যুর পর জানতে পারে যে তাদের ধর্মগুরু প্রতিশ্রুতি সম্পূর্ণ মিথ্যা । ৭২ হুরের আদপেই কোনো অস্তিত্ব নেই ।
ছবিটির সহ-প্রযোজক অশোক পণ্ডিত একটি সাংবাদিক সম্মেলনে বলেন,’আমাদের কাছে ৭২ হুর ছবিটির সেন্সর সার্টিফিকেট রয়েছে। ট্রেলারে একটি কাটা পা দেখানো দৃশ্যটি সরাতে বলা হয়েছে, যদিও দৃশ্যটি ছবিতে রয়েছে এবং ছবিটি ইতিমধ্যে একটি সার্টিফিকেট পেয়েছে ।’ তিনি আরও বলেন,’সেন্সর বোর্ড কোরানের একটি শব্দ নিয়ে আপত্তি জানিয়েছে । তবে সেই শব্দ সরানো হয়নি ।’ তিনি প্রশ্ন তোলেন যে ছবিটির যে দৃশ্যটি সবচেয়ে ভালো তা কেন ট্রেলারে সরিয়ে দিতে বলা হয়েছে তা বোধগম্য নয় ।
“৭২ হুরেন” হল একটি হিন্দি চলচ্চিত্র । তবে এটি ইংরাজি ছাড়াও অসমীয়া, বাংলা, ভোজপুরি, কন্নড়, কাশ্মীরি , মালায়ালাম, মারাঠি, পাঞ্জাবি, তামিল, এবং তেলেগু প্রভৃতি ভারতীয় ভাষাতেও মুক্তি পাবে । ছবিটি ইতিমধ্যেই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অফ বেস্ট ডাইরেকশন পুরষ্কার পেয়েছে । আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি ।।