এইদিন ওয়েবডেস্ক,হামিরপুর(উত্তরপ্রদেশ),২৩ ফেব্রুয়ারী : প্রেমিক ভিন্ন জাতের হওয়ায় বিয়েতে রাজি হয়নি প্রেমিকার পরিবার । শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন দু’জনে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হামিরপুর (Hamirpur) সুমেরপুর থানার মিহুনা গ্রামে । স্থানীয় লোকজনের কাছ থেকে খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুগলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনাস্থল থেকে তরুনীর লেখা একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ । তাতে লেখা আছে,আমাদের পৃথক জাতের কারনে পরিবারের সদস্যরা বিয়ের জন্য রাজি হচ্ছিল না । সেই কারনে আমরা নিজেদের ইচ্ছায় আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হলাম ।
জানা গেছে,আত্মঘাতী ওই যুগলের নাম পিঙ্কি (২০)। তিনি কুরারা থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা । তাঁর প্রেমিক পেশায় ট্রাক্টর চালক অনুজের বাড়ি সমেরপুর থানার অন্তর্গত মিহুন্না গ্রামে । দু’জনের বহু বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল । তাঁরা বিয়ে করতে চেয়েছিলেন । কিন্তু তাঁদের ভিন্ন জাত বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় । তরুনী তাঁর পরিবারকে বোঝাবার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন ।
জানা গেছে,বুধবার দুপুরে প্রেমিকের গ্রামে চলে যান পিঙ্কি । দু’জনে গ্রামের বাইরে নির্জন জায়গায় একটি গাছের কাছে আসেন । তারপর পিঙ্কির ওড়নার ফাঁস লাগিয়ে গাছের একটি ডাল থেকে দু’জনে ঝুলে পড়েন । পরে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে যুগলের মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় সুমেরপুর থানার পুলিশ । ওই গাছের তলা থেকেই উদ্ধার হয় সুইসাইড নোটটি ।।