জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,১২ ফেব্রুয়ারী : করগেট দিয়ে ঘেরা করগেটের ছাউনি দেওয়া দু’কামরার ঘুপচি ঘরে বসবাস । বাড়িতে অসুস্থ বাবা । তিনি আর কর্মক্ষম নেই। মা অসুস্থ। দুই বোন এক ভাই মিলে পাঁচজনের সংসার। অভাব নিত্যদিনের সঙ্গী। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এই পরিস্থিতিতে সংসারের হাল ধরেছেন বিথী কর্মকার । হাড়ভাঙ্গা পরিশ্রম করে চলেছেন পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। একটি বেসরকারি নার্সিং সেন্টারে কাজ করেন। ডিউটি শেষ করে বিকেল থেকে রাস্তার ধারে বসে যান পিঠে বিক্রি করতে । শীর্ণকায় ওই তরুনীর পিঠে বিক্রির ভিডিও ইতিমধ্যে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তা দেখে সকলেই কুর্নিশ জানাচ্ছেন জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া মেয়েটিকে ।
দক্ষিণ দিনাজপুর জেলার সরাইহাট এলাকায় বাড়ি বীথি কর্মকারের। সদ্য গ্রাজুয়েশন করেছেন। এরই মধ্যে মাথার ওপর চেপেছে সংসার চালানোর দায়। তাই বীথি একটি নার্সিং সেন্টারে কাজ নিয়েছেন। সেখানে ডিউটি শেষ করে বিকেল থেকে বুনিয়াদপুর পীরতলা মোড় এলাকায় ভাপা পিঠা বিক্রি করেন। কোনও দিন ৪০০ টাকা আবার কোনওদিন ৫০০ টাকার বিক্রি হয়। বীথি বলেন,’কি বা করা যাবে। আমি কিছু না করলে আমাদের পরিবারের সবাইকে তো না খেয়ে মরতে হবে। আমার ওপর পুরো পরিবারটা ভরসা করে।’ পিঠে তৈরি করে বিক্রি করার পাশাপাশি বাড়িতে বসে মাছ ধরার জাল বোনার কাজও চালিয়ে যান বীথি । জাল বোনা হলে তা নিজেই বাজারে গিয়ে বিক্রি করে আসেন ।
দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট সংগীতশিল্পী অরিন্দম সিংহ রানা একটি মেলা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিথী কর্মকারের ভাপা পিঠে বিক্রির দৃশ্য দেখতে পান। তিনি মোবাইল ক্যামেরায় বন্দি করে ওই ভিডিও সামাজিক মাধ্যমে পোষ্ট করেন।বীথির এই লড়াইকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন। তারপরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।নেটিজেনদের নজর কেড়েছে ওই ভিডিও ।।