এইদিন ওয়েবডেস্ক,ত্রিপোলি,৩০ মে : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটের (আইএসআইএস) ২৩ জন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল লিবিয়ার আদালত । ওই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মিশরীয় খ্রিস্টানদের একটি দলকে শিরোচ্ছেদ এবং ২০১৫ সালে সির্তে শহর দখল করে ইসলামি শরিয়া আইন লাগু করার অভিযোগ রয়েছে । লিবিয়ার জেনারেল প্রসিকিউটর অফিস ঘোষণা করেছে যে তাদের দেশের “মাসরাতা” আদালত সোমবার ওই সমস্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একটি রায় জারি করেছে । জানা গেছে,আইএসআইএস-এর কর্মকাণ্ডে যোগসূত্র থাকার মামলায় এক জনকে ১২ বছরের কারাদণ্ড এবং আরও ৬ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । পাঁচ জনকে খালাস দেওয়া হয়েছিল এবং মামলার বিচার হওয়ার আগেই ৩ জন মারা গিয়েছিল ।
প্রসঙ্গত,আইএসআইএস-এর লিবিয়ান শাখাটি ইরাক এবং সিরিয়ায় তার মূল ভূখণ্ডের বাইরে সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠীগুলির মধ্যে একটি ছিল । ২০১১ সালের ন্যাটোর অভ্যুত্থানের পরে বিশৃঙ্খলা ও যুদ্ধের সুযোগ নিয়েছিল ওই সন্ত্রাসবাদী সংগঠনটি । ২০১৫ সালে ওই গোষ্ঠীর সন্ত্রাসবাদীরা রাজধানী ত্রিপোলির বিলাসবহুল করিন্থিয়া হোটেলে হামলা চালায় । তারা কয়েক ডজন খ্রিস্টানকে শিরশ্ছেদ করে হত্যা করে ।।