এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ জুন : যার অভিযোগের ভিত্তিতে ২২ বছর বয়সী আইনের ছাত্রী এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী শর্মিষ্ঠা পানোলিকে হরিয়ানার গুরুগ্রাম থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, সেই কলকাতার গার্ডেনরিচ থানা এলাকার বাসিন্দা ওয়াজাহাত খানের বিরুদ্ধেই উঠেছে দেবী কামাক্ষা মাতা ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তি করার অভিযোগ । তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ,দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট প্রভৃতি রাজ্য মিলে দু’ডজনের বেশি অভিযোগ দায়ের হয়েছে ৷ ইতিমধ্যেই ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করতে আসাম পুলিশ পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে বলে খবর । এদিকে ওয়াজাহাতের বাবা সাদাত খান দাবি করেছেন যে গত রবিবার থেকে নাকি তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ । অনেকের সন্দেহ যে গ্রেপ্তারি এড়াতে গার্ডেনরিচ থানার পুলিশই ওয়াজাহাত খানকে কোথাও লুকিয়ে রেখেছে!
লিগ্যাল রাইটস অবজার্ভেটরি(এল আর ও) এই সন্দেহ প্রকাশ করে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন(এন এইচ আর সি), অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্ম ও শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে এক্স-এ একটি পোস্ট করেছে । তাতে লেখা হয়েছে,’, “ঘৃণাবাদী” ওয়াজাহাত খান এবং রশিদি ফাউন্ডেশন হিন্দু ধর্মের বিরুদ্ধে কাঠামোগত ঘৃণা প্রচারে গভীরভাবে জড়িত বলে স্পষ্টভাবে উন্মোচিত হয়েছে। কলকাতা পুলিশ,গার্ডেন রিচ পুলিশ স্টেশনের সক্রিয় সহায়তায় তিনি গ্রেপ্তার এড়াচ্ছেন বলে বিশ্বাস করার স্পষ্ট কারণ রয়েছে! পশ্চিমবঙ্গ পুলিশ ওয়াজাহাত খান এবং রশিদি ফাউন্ডেশনের সাথে যোগসাজশ করছে। আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-কে চিঠি লিখেছি যাতে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা যায়, ১৫ মে থেকে ২ জুনের মধ্যে গার্ডেন রিচ পুলিশ স্টেশনে কর্মরত প্রতিটি পুলিশ কর্মীর কল ডেটা রেকর্ড তদন্ত করা হয়, বিদেশী খেলা প্রতিষ্ঠার জন্য রশিদি ফাউন্ডেশনের সাথে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা হয়, যদি থাকে। এই ক্ষোভের পরে, ওয়াজাহাত খান এক্স X-এ এই পোস্টগুলির অনেকগুলি লুকানোর এবং মুছে ফেলার চেষ্টা করছেন, যা প্রমাণ ধ্বংস করার সমান এবং এটি একটি অপরাধমূলক কাজ , আমরা আশা করি NHRC দিল্লি পুলিশকে বিষয়টি তদন্ত শুরু করার এবং সত্য সামনে আনার পরামর্শ দেবে ।
রশিদী ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ৩০ বর্ষীয় ওয়াজাহাত খান কলকাতা-২৪ গার্ডেনরিচ থানার রশিদি ফাউন্ডেশন আর-১৮৬ /এফ পাহাড়পুর রোড এলাকার বাসিন্দা। তার অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গুরুগ্রাম থেকে ২২ বছর বয়সী আইনের ছাত্রী এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী শর্মিষ্ঠা পানোলিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে রাতারাতি বিমানে কলকাতায় নিয়ে আসে । বর্তমানে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন শর্মিষ্ঠা । গতকাল তার জামিনের শুনানি হয় কলকাতা হাইকোর্টে । কিন্তু জামিন নাকিচ করে দিয়েছেন বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জি। শর্মিষ্ঠা পানোলিকে গ্রেপ্তারের নিয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ও তার পুলিশের বিরুদ্ধে যেভাবে সারা দেশ জুড়ে হিন্দুদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে তাতে জামিন না দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জিকেও । পাশাপাশি কলকাতা পুলিশ ও গার্ডেনরিচ থানার ওসি এন,আখতারের ভূমিকাকেও সন্দেহের চোখে দেখা হচ্ছে ।
এদিকে লিগ্যাল রাইটস অবজার্ভেটরি(এল আর ও) এর আবেদনের প্রত্যুত্তরে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন(এন এইচ আর সি) এর সদস্যা প্রিয়াঙ্কা কানুনগো লিখেছেন,”লিপিবদ্ধ করা হল” ।।

