এইদিন ওয়েবডেস্ক,কেরালা,১৯ আগস্ট : নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হয় ‘দ্য লিবারেটর অফ ইন্ডিয়া’ । কারন আজও বহু মানুষ মনে করেন যে মূলত নেতাজীর ভয়েই ভারত ছেড়ে পালিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি । কিন্তু সেই নেতাজিকেই নিজের রাজ্যের বামপন্থীদের কাছ থেকে “তোজোর কুকুর” তকমা শুনতে হয়েছিল । এবারে সিপিএম শাসিত কেরালার পাঠ্যপুস্তকে নেতাজীকে “ভিতু” হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ কেরালার চতুর্থ শ্রেণীর শিক্ষকদের বইয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে লেখা আছে যে নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্রিটিশদের ভয়ে জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন।
তথ্য অনুযায়ী, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি) এর এই বইতে নেতাজি সুভাষ চন্দ্র বসু কর্তৃক গঠিত আইএনএ-র পূর্ণরূপ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও বলা হয়েছে। যদিও সোমবার (১৮ আগস্ট, ২০২৫), কেরালার সাধারণ শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি এ বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে নেতাজির ইতিহাস সম্পর্কে করা ভুলটি তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়েছে। তিনি জানান যে সংশোধিত সংস্করণটি অফিসিয়াল ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন যে এই ত্রুটির জন্য এসসিইআরটি-র একজন সদস্য দায়ী।
প্রতিবেদন অনুযায়ী, অখিল ভারতীয় বিদ্যা পরিষদ (এবিভিপি) বলছে যে বইটিতে আরও অনেক ভুল রয়েছে। এবিভিপির জাতীয় সম্পাদক শ্রাবণ বি রাজ বলেন,:ইতিহাসের সাথে কারচুপি করা সবসময়ই সিপিআই(এম)-এর এজেন্ডা। এমন অনেক বই আছে যেখানে ঝাড়খণ্ড এবং আসামকে মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। দেশের ঐক্য ও অখণ্ডতা ধ্বংস করা বামপন্থী দলগুলির এজেন্ডা।’।