এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জানুয়ারী : কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় রামমন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং করতে দিল না বামপন্থীরা । আজ সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান লাইভ দেখানোর যাবতীয় ব্যবস্থা করেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সমর্থকেরা। কিন্তু তারা প্রোজেক্টরসহ আনুষঙ্গীক সরঞ্জাম নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতেই বামপন্থী ছাত্র সংগঠনের বাধার মুখে পড়ে । স্লোগানও পাল্টা শ্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর । পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে গেট বন্ধ করে দেওয়া হয় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে ।
যদিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে রামমন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং দেখানো আটকাতে কর্তৃপক্ষ রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল । বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার-সহ গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা বলে আজ সোমবার কোন প্রকার অনুষ্ঠান করার অনুমতি দেয়া হয়নি বলে জানানো হয় । পাশাপাশি বিশ্ববিদ্যালয় ‘সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশ বজায় রাখার আবেদন জানায় কর্তৃপক্ষ ।
যদিও আগে থেকেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর বিরোধিতা করেছিল তৃণমূলসহ কলেজের বিভিন্ন বামপন্থী সংগঠনগুলি । সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, এসএফআইয়ের ছাত্র নেত্রী তমোলীনা ঘোষের অভিযোগ যে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে এভিবিপি । এক সুর শোনা গেছে শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি সভাপতি রাজন্যা হালদারের মুখেও । তার কথায়, এভিবিপি ধর্মের নামে বিভেদের চেষ্টা করছে ।’ অন্যদিকে গণতন্ত্রী শিক্ষার্থী ফ্রন্টের সদস্য জাহিদ খানের কথায়, ‘এই ধরনের বিতর্কিত বিষয়কে তুলে ধরা আদপে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের সৃষ্টি করার নামান্তর ।’।