প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান,০৮ জুন : বাংলা বনধের সমর্থনে পথ অবরোধ করে বসে থাকা আদিবাসীরা পথেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন তাঁদের দাবি পত্র।দাবি পত্র গ্রহন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে দাঁড়িয়ে আদিবাসী গণসংগঠনের যৌথ মঞ্চের নেতৃত্বের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। পূর্ব বর্ধমানের কালনা মহকুমার ধাত্রীগ্রাম মোড়ে বৃহস্পতিবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের হাতে দাবি পত্র তুলে দিতে পেরে খুশি যৌথ মঞ্চের নৃতৃত্ব।তাঁদের প্রত্যাশা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা নেবেন।
নদীয়ায় নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে এদিন দুপুরে পূর্ব বর্ধমানের কালনা ও পূর্বস্থলী ১ নম্বর ব্লকে পা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।কখনও পায়ে হেঁটে আবার কখনও গাড়িতে চড়ে এখানার রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে শুভেচ্ছা জানান অভিষেক । সেখান থেকে কালনা ও ধাত্রীগ্রাম হয়ে যাওয়ার সময় পূর্বস্থলীর হেমাতপুর মোড়ে মন্ত্রী স্বপন দেবনাথ উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক হাতে ধরিয়ে দিয়ে অভিষেককে সম্বর্ধনা জানান। পঞ্চায়েত ভোটে ভালো করে কাজ করে সব আসনে তৃণমূলকে জেতানোর কথা স্বপন দেবনাথকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
ধাত্রীগ্রাম মোড়ে এদিন বাংলা বনধের সমর্থনে পথ অবরোধ করে বসেছিলেন আদিবাসী গণ সংগঠনের যৌথ মঞ্চের নেতৃত্ব ও সদস্যরা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দাবি পত্র তুলে দেওয়ার পর যৌথ মঞ্চের নেতৃত্ব । পরে যৌথ মঞ্চের নেতা বৈদ্যনাথ হেমব্রম বলেন,“কুরমি সহ কোনও অ-আদিবাসী সম্প্রদায় যাতে আদিবাসী তকমা না পায় এবং সিআরআই রিপোর্ট যাতে পরিবর্তিত না হয়,সেইসব দাবিতেই তাঁরা আন্দোলনে নেমেছেন। বৈদ্যনাথ সরেন এও বলেন,’অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় মাপের একজন জননেতা।আমরা তার হাতে আমাদের দাবিপত্র তুলে দিয়েছি।উনি আমাদের দাবি সহানুভূতির সঙ্গে শুনে দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন ।’।