এইদিন ওয়েবডেস্ক,মরক্কো,১১ অক্টোবর : নবীর জন্মদিন উপলক্ষে ৬৭২ জন সন্ত্রাসবাদীকে মুক্তি দিলেন মরক্কোর রাজা । মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ বন্দীদের রাজকীয় ক্ষমা মঞ্জুর করেছেন । সন্ত্রাসবাদে অভিযুক্ত ওই সমস্ত বন্দীদের একটি তালিকা ঘোষণা করেছে মরক্কোর বিচার মন্ত্রণালয় । কারাকারে বন্দী ৬৭২ জন সন্ত্রাসবাদীর মধ্যে ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হবে এবং বাকিদের সাজা কমানো হবে বলে জানা গেছে । বিচার মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্দীরা সন্ত্রাসবাদের রাস্তা থেকে প্রতিশ্রুতি দেওয়ার পরেই তাদের ক্ষমা করা হয়েছে ।
তবে সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হলেও হিরক রিফ বিদ্রোহ বন্দীদের ক্ষমা করার বিষয়ে কোনো উচ্চবাচ্চ করেননি মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ । উল্লেখ্য,২০১৬ সালে উত্তর মরক্কোর রিফ অঞ্চলে মাছচাষী মোহসিন ফিকরিকে কর্তৃপক্ষের উপস্থিতিতে একটি আবর্জনা ট্রাক পিষে মারার পর থেকেই হীরক রিফ আন্দোলনের সূত্রপাত হয় । তারপর থেকেই এলাকায় বিক্ষোভের পাশাপাশি হিংসাত্মক আন্দোলন শুরু করে স্থানীয় মৎস্যজীবি সম্প্রদায়ের মানুষ । হিরাকের আন্দোলনকারীদের মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছিল । তারা এখনো মরক্কোর কারাগারে বন্দী রয়েছে । বন্দীদের মধ্যে অন্যতম নাসের জেফজাফি এবং নাবিল আহামজিক । বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা পরিবেশন করা এবং রাষ্ট্রদোহীতার মামলায় ২০ বছরের সাজা কাটাচ্ছেন তারা । সাজা লঘু করতে গেলে আইন অনুযায়ী রাজকীয় ক্ষমা পাওয়ার জন্য আবেদন করতে হয় । যদিও নাসের জেফজাফি রাজকীয় ক্ষমা প্রত্যাখ্যান করেছেন ।
এদিকে গত এপ্রিল মাসে মরক্কোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি হিরাকের বাকি কর্মীদের মুক্ত করতে এবং পাঁচ বছরের দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটাতে সংসদীয় সাধারণ ক্ষমার পরামর্শ দিয়েছিল । যদিও সেই খসড়া এখনো অনুমোদন হয়নি ।।