এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৭ মে : শুক্রবার (৫ মে ২০২৩) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কেরালার ‘লাভ জিহাদ’-এর উপর নির্মিত হিন্দি ছবি ‘দ্য কেরালা স্টোরী’ । তারপর থেকে এই ছবিটি দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে । ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের সাংসদ গির্ট ওয়াইল্ডার্স (Geert Wilders) । শনিবার তিনি টুইট করেছেন, ‘দ্য কেরালা স্টোরী একটি দুর্দান্ত মুভি ।’ তিনি ছবিটির পরিচালক সুদীপ্ত সেন এবং প্রযোজক বিপুল অমৃতলাল শাহের কাছে অনুরোধ করেছেন, ‘অনুগ্রহ করে আপনারা ছবিটি ইউরোপের সিনেমা হলগুলিতেও দেখানোর ব্যবস্থা করুন । আপনারা চাইলে আমি গর্ব করে ডাচ পার্লামেন্টে দেখাব ।’ পাশাপাশি তিনি ‘কেরালা স্টোরি রিভিল ফ্যাক্টস’ এবং ‘সেভ আওয়ার ডটার’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ।
অন্য একটি টুইটে তিনি লিখেছেন,”দ্য কেরালা স্টোরি” মুভিটি দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং এই ছবিটি ইসলামিক মতাদর্শের বিপদ এবং (মেয়েদের) ইসলাম গ্রহণের বিরুদ্ধে একটি স্বাগত সতর্কবাণী ৷ আমি আশা করি ভারতে এবং বিশ্বের অন্য দেশে আমার সমস্ত হিন্দু বন্ধুরা এটি দেখবে !’
এদিকে আদাহ শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, এবং সিদ্ধি ইদনানি অভিনীত ‘দ্য কেরালা স্টোরী’ প্রথম দিনে বিশ্বব্যাপী ব্যাপক কালেকশন করেছে । প্রথম দিনের কালেকশন ছিল ৮.০৩ কোটি টাকা । দ্বিতীয় দিনে ছবিটির আনুমানিক সংগ্রহ ১২.৫০ কোটি টাকা । দু’দিনে ছবিটির বক্স অফিস কালেকশন ২০.৫৩ কোটি টাকা । ছবিটি ২০২৩ সালের পঞ্চম সর্বোচ্চ ওপেনার । সব মিলিয়ে ছবিটির বাজেট মাত্র ২৮ কোটি টাকা ।
এদিকে যে রাজ্যের উপর ভিত্তি করে ছবিটির কাহিনী,সেই কেরালার শাসকদল সিপিএম রাজ্যের সিনেমা হলগুলিতে ছবিটি দেখাতে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ উঠছে । কেরালার এক ব্যক্তি টুইট করে প্রশ্ন তুলেছেন,’কেরালার বাইরে সিনেমাটি দেখানো হলেও কেরালার ভিতরে কোনও শো নেই। কেরালায় কী হচ্ছে? মত প্রকাশের স্বাধীনতা এবং শিল্পীদের স্বাধীনতার ক্ষেত্রে কেরালা কি ভারতের অংশ নয় ?’
প্রসঙ্গত,কংগ্রেস, সিপিএম এবং মুসলিম সংগঠনগুলি প্রথম থেকেই দাবি করে আসছে ছবিটি মিথ্যা ঘটনার(propaganda film) উপর নির্মিত । তারা ছবিটি নিষিদ্ধ করার জন্য উঠেপড়ে লেগেছিল । কিন্তু তাদের সেই সব প্রচেষ্টা ব্যার্থ হয় । নির্ধারিত দিনেই মুক্তি পায় এই হিন্দি ছবিটি । সিপিএম, কংগ্রেস ও ইসলামি সংগঠনগুলিকে জবাব দিয়ে ‘দ্য কেরালা স্টোরী’তে মুখ্য ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী আদাহ শর্মা টুইট করেছেন,’যারা এখনও ‘দ্য কেরালা স্টোরি’কে একটি প্রোপাগান্ডা ফিল্ম বলে অভিহিত করছেন, ভুক্তভুগী একাধিক ভারতীয় মেয়ের প্রমাণপত্র দেখার পরেও যারা বলছেন যে এই ঘটনাগুলির অস্তিত্ব নেই, তাদের কাছে আমার বিনীত অনুরোধ গুগুলে দুটি শব্দ সার্চ করুন- আইএসআইএস(ISIS)এবং ব্রাইডস(Brides)… হয়তো সেখানে শ্বেতাঙ্গ মেয়েদের বিবরণ দেওয়া হয়েছে,কিন্তু আমাদের এই ভারতীয় চলচ্চিত্রটি বাস্তব ঘটনার উপর নির্মিত হয়েছে ।’।