এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৬ মে : কংগ্রেস, সিপিএম ও মুসলিম সংগঠনগুলির তীব্র বিরোধিতা কাটিয়ে বক্স অফিসে হিট করেছে ‘দ্য কেরালা স্টোরি’ । সুদাপ্ত সেন পরিচালিত এই ছবিটি শুক্রবার (৫ মে ২০২৩) মুক্তি পেতেই প্রেক্ষাগৃহগুলিতে ছিল উপচে পড়া ভিড় । মাত্র ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটি পেছনে ফেলে দিয়েছে বলিউডের তাবড় বাণিজ্যিক ছবিগুলিকেও । ‘দ্য কেরালা স্টোরি’ ২০২৩ সালের শীর্ষ পাঁচটি ওপেনিং চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছে । ছবিটি একদিকে যেমন দর্শকদের ভালোবাসা পাচ্ছে, অন্যদিকে তেমনি ট্রোলিংয়ের সুবিধাও পাচ্ছে ।
প্রথম দিনের আয়ের পরিসংখ্যান অনুযায়ী ৭.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে এই ছবিটি । তবে প্রাথমিক প্রবণতায় ছবিটির সরকারি পরিসংখ্যান আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে ।বলিউড হাঙ্গামা জানিয়েছে যে তিনটি জাতীয় চেইন পিভিআর, আইনক্স এবং সিনেপোলিস থেকে ৪ কোটি টাকা এসেছে। ছবিটি দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছে তার পরিপ্রেক্ষিতে, থিয়েটার মালিকরা ছবিটির আরও শো যুক্ত করেছেন এবং সপ্তাহান্তে এর সংগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ।
কেরালায় ‘লাভ জিহাদ’-এর কাহিনী অবলম্বনে সুদীপ্ত সেনের পরিচালনায় নির্মিত এই হিন্দি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি এবং সোনিয়া বালানি প্রমুখ । সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে একটি ‘এ’ বা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেশন পেয়েছে।
লাভ জিহাদে ফেঁসে কুখ্যাত ইসলামি স্টেটের হয়ে অস্ত্র ধরতে বাধ্য হওয়া কেরালার ৩২,০০০ হিন্দু তরুনীর হৃদয়বিদারক কাহিনী এই ছবিতে বর্ণিত হয়েছে বলে প্রথমদিকে জানিয়েছিলেন পরিচালক । পরে কেরালার কংগ্রেস,বামফ্রন্ট ও ইসলামি সংগঠনগুলির তীব্র বিরোধিতার পর পরিচালক জানান ফিল্মটিতে তিনজন মহিলার গল্প দেখানো হয়েছে,যাদের ইসলামি মৌলবাদীরা মগজ ধোলাই ও ধর্মান্তরিত করে এবং মুসলিম যুবকদের সাথে বিয়ের পর ওই হিন্দু তরুনীদের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর হয়ে দেশ বিদেশে নাশকতামূলক কাজকর্মে অংশগ্রহণ করতে বাধ্য করে ।
গত সপ্তাহের মঙ্গলবার এই চলচিত্রটির উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য ইসলামিক সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল । যদিও সেই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে আদালত । পরিবর্তে সুপ্রিম কোর্ট আবেদনকারীদের কেরালা হাইকোর্টে যেতে বলেছে । কেরালার শাসকদল বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) এবং বিরোধী দল কংগ্রেসের সাথে মিলিত হয়ে সিনেমাটি নিষিদ্ধ করার জন্য উঠেপড়ে লেগেছিল । কিন্তু তাদের সেই সমস্ত চেষ্টা ব্যর্থ হয় । এত কিছু বাধা কাটিয়ে অবশেষে সাফল্যের মুখ দেখলো ‘দ্য কেরালা স্টোরি’ ।।