এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৪ মে : কেরালার হিন্দু মেয়েদের ‘লাভ জিহাদ’-এ ফাঁসিয়ে সন্ত্রাসবাদীদের দলে ভিড়িয়ে দেওয়া ঘটনার উপর নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’ চলচিত্রকে অবশেষে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড । মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সর (সিবিএফসি) এই ছবিটিকে ‘এ’ শংসাপত্র দিয়েছে । ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পরেই মূলত কেরালার শাসকদল সিপিএম এবং বিরোধীদল কংগ্রেস ‘দ্য কেরালা স্টোরি’- ছবিটিকে কেরালায় নিষিদ্ধ করার জন্য দাবি তুলছিল । বিষয়টি সুপ্রীম কোর্ট পর্যন্ত গড়ায় । যদিও ছবি নিষিদ্ধ করার দাবিকে বিশেষ আমল দেয়নি মহামান্য সর্বোচ্চ আদালত । অবশেষে সিবিএফসি-এর শংসাপত্র পাওয়ায় আগামী ৫ মে ছবির মুক্তির বিষয়ে আর কোনো সংশয় রইল না । তবে সেন্সর বোর্ড সিনেমায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দৃশ্যসহ ১০টি দৃশ্য কাটার পরামর্শ দিয়েছে ।
বিপুল শাহ প্রযোজিত ও সুদীপ্ত সেন পরিচালনায় নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে কেরালার লাভ জিহাদের ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে । বর্তমান বামফ্রন্ট শাসিত ওই প্রদেশের ৩২ হাজার হিন্দু মেয়েকে কিভাবে লাভ জিহাদের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার পর কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর সাথে যুক্ত করা হয়েছে এটাই হল ছবিটির মূল বিষয়বস্তু । ছবিটির ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে উঠেপড়ে লেগেছিল কংগ্রেস ও সিপিএম । ওই দুই রাজনৈতিক দল দাবি করে,ছবিটিতে সঙ্ঘ পরিবারের এজেন্ডাকে তুলে ধরার পাশাপাশি বিশ্বে কেরালার ভাবমূর্তিকে ক্ষুন্ন করার চেষ্টা হয়েছে ।
এই সিনেমায় অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বাহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি প্রমুখ। আগামী ৫ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে, মঙ্গলবার দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) সিনেমাটি প্রদর্শিত হয়। চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে এবিভিপি । বিশ্ববিদ্যালয়ে এই চলচ্চিত্রটি প্রদর্শনের বিরুদ্ধে বাম দল সমর্থিত ছাত্র সংগঠনগুলো ব্যাপক বিক্ষোভ দেখায় ।।