এইদিন ওয়েবডেস্ক,আমস্টারডাম,২২ মে : ইসলামিক সংগঠনের মৃত্যুর হুমকির কারনে নেদারল্যান্ডের সিনেমা হলে বন্ধ ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি । একথা জানিয়েছেন খোদ ডাচ সাংসদ গির্ট ওয়াইল্ডার্স । সোমবার তিনি টুইট করেছেন,’একটি হিন্দু সংগঠন আমাকে এইমাত্র জানিয়েছিল যে বেশ কয়েকটি ইসলামিক সংগঠনের মৃত্যুর হুমকির কারণে নেদারল্যান্ডের কিনেপোলিস সিনেমা হল ‘দ্য কেরালা স্টোরি’ ছবি দেখানো বন্ধ করে দিয়েছে। যদি এটি সত্য হয় তবে এটি সত্যিই একটি রক্তাক্ত লজ্জা এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য !’
এর আগে তিনি নেদারল্যান্ডের সিনেমা হলগুলিতে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি দেখানোর ব্যবস্থা করায় খুশি প্রকাশ করে টুইট করেছিলেন,’দ্য কেরালা স্টোরি’ ছবিটি দেখা যাবে নেদারল্যান্ডে! ইতিমধ্যেই আইন্দহোভেনে (ল্যাব-১) এবং শনিবার থেকে লেইডশেন্ডাম, আলমেরে, ইউট্রেচট এবং হুফডডর্পে (কাইনপোলিস) ছবিটি দেখানো শুরু হয়েছে । ভারতে ছবিটি মেগা হিট । ইসলাম থেকে সতর্ক হওয়ার জন্য ছবিটি দেখা খুবই দরকার ।’
এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে তার অভূতপূর্ব দৌড় চালিয়ে যাচ্ছে । সুদীপ্ত সেন পরিচালিত এবং আদাহ শর্মা অভিনীত সিনেমাটি আজ সোমবার (২২ মে ২০২৩) পর্যন্ত ২০০ কোটি টাকা সংগ্রহ করেছে । বিখ্যাত চলচ্চিত্র সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে,গত ৫ মে মুক্তি পাওয়া সিনেমাটি রবিবার (২১মে ২০২৩) পর্যন্ত ১৯৮.৯৭ কোটি টাকা সংগ্রহ করেছিল । রিলিজ হওয়ার দশম দিনের মাথায় ছবিটির সংগ্রহ ছিল ২৩.৭৫ কোটি টাকা ।।