এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ আগস্ট : দিল্লীর বস্তিতে থাকা ১,১০০ জন রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীকে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরীওয়াল সরকার । ওই সমস্ত ফ্লাটগুলিতে থাকবে যাবতীয় মৌলিক সুবিধা এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যাবস্থা । রোহিঙ্গাদের আবাসন নিয়ে মঙ্গলবার দিল্লির মুখ্য সচিবের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিল দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা । এই বৈঠকেই দিল্লিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দিল্লীর বক্করওয়ালা গ্রামে অবস্থিত ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । যে সমস্ত রোহিঙ্গাদের এই ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে তাদের কাছে জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার (UNHCR) এর অনন্য পরিচয়পত্র রয়েছে এবং তাদের বিবরণ রেকর্ডে রয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে ।
জানা গেছে, ওই সমস্ত রোহিঙ্গারা দিল্লির যে ক্যাম্পে বসবাস করছিল সেখানে অগ্নিকান্ডের ঘটনার পর মদনপুর খাদার(Madanpur Khadar) এলাকায় তাদের তুলে আনা হয় । চলতি বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকে দিল্লি সরকার আবেদন জানায়, রোহিঙ্গাদের থাকার জন্য তাদের প্রতি মাসে প্রায় ৭ লাখ টাকা করে ভাড়া বহন করতে হচ্ছে । তাই তাদের অবিলম্বে সরকারি ফ্ল্যাটে পুনর্বাসন দেওয়া হোক । এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক কোনো আপত্তি করেনি । তাই এবার ১,১,০০ রোহিঙ্গাকে দিল্লীর বক্করওয়ালা গ্রামে নির্মিত সরকারি আবাসনে স্থানান্তরিত করার প্রস্তুতি নিচ্ছে দিল্লি সরকার ।
প্রসঙ্গত,এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য দিল্লীর বক্করওয়াল এলাকায় আবাসন নির্মান করেছিল দিল্লী মিউনিসিপ্যাল করপোরেশন । প্রায় ২৫০টি ফ্ল্যাট নির্মাণ করা হয় । এখন থেকে দিল্লির রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীকে ঠিকানা হবে ওই সমস্ত ফ্লাটগুলি । জানা গেছে, ওই ফ্লাটগুলিতে বিদ্যুৎ, ফ্যান, তিনবেলা খাবার, ল্যান্ডলাইন ফোন, টেলিভিশন এবং বিনোদনের মতো মৌলিক সুবিধাগুলি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লি সরকারের সমাজকল্যাণ বিভাগকে । দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য ।।