গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ মার্চ : বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণার পর নির্বাচনী বিধি লাগু হওয়ার কারনে রাজনৈতিক দলগুলি রক্তদান শিবিরের আয়োজন করছে না । এছাড়া এলাকার যে সমস্ত সংগঠনগুলি রক্তদান শিবিরের আয়োজন করে তারাও ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়ায় রক্তদান শিবির কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে ৷ এদিকে দীর্ঘদিন ধরে রক্তদান শিবির না হওয়ায় রক্ত শুন্যতায় ভুগছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্ক । ফলে বিপাকে পড়তে হচ্ছে হাসপাতালের রোগীদের । এই পরিস্থিতিতে কাটোয়া হাসপাতালের ব্লাডব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে এগিয়ে এল কাটোয়া মহকুমা প্রেসক্লাব । বৃহস্পতিবার কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্কে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল । তাতে অংশগ্রহন করেছিল কাটোয়া থানার পুলিশ ও কাটোয়া চাইল্ড লাইন ।
পূর্ব বর্ধমান জেলা ছাড়াও নদীয়া,মূর্শিদাবাদ ও বীরভূম জেলা থেকে রোগীরা কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসে । ফলে কাটোয়া হাসপাতালে সব সময় রোগীর চাপ লেগেই থাকে ৷ হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০-৪৫ ইউনিট রক্তের প্রয়োজন হয় বলে হাসপাতাল সুত্রে জানা গেছে । কিন্তু মার্চ মাসের শুরু থেকেই কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্কে রক্তের আকাল চলছিল । ফলে বিপাকে পড়তে হচ্ছিল রোগীদের । বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারের লোকজনদের রক্ত সংগ্রহ করতে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছিল । গত মঙ্গলবার এই খবর প্রকাশিত হয় “এইদিন” নিউজ পোর্টালে । তারপরেই এদিন কাটোয়া মহকুমা প্রেসক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্কে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমাশাসক প্রশান্তরাজ শুক্লা,কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত, ডাঃ সত্যব্রত বুট,কাটোয়া হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাঃ বাণীব্রত আচার্য, মহকুমা প্রেসক্লাবের সম্পাদক রানা দাস,মহকুমা প্রেসক্লাবের সভাপতি রণদেব মুখোপাধ্যায় সহ সকল সাংবাদিকরা । এহেন উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষ । কাটোয়া হাসপাতালে ব্লাডব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে ভবিষ্যতেও রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক রানা দাস ।।