এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ মার্চ : ট্রেনে সফরের সময় কারোর স্মার্ট ফোন চুরি হয়ে গিয়েছিল । কেউ বা নিজের দামি স্মার্ট ফোনটি ভূল বশত সিটে ফেলে রেখে চলে গিয়েছিলেন । এরকম ৮ টি স্মার্ট ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জিআরপি । বুধবার স্মার্টফোনগুলির মালিকদের কাটোয়া রেলস্টেশনে জিআরপি কার্যালয়ে ডাকা হয়েছিল । উপযুক্ত প্রমান দেখানোর পরেই তাঁদের হাতে স্মার্ট ফোনগুলি তুলে দেয় রেল পুলিশ । হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে কাটোয়া জিআরপিকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্মার্টফোন মালিকরা । জিআরপি সূত্রে জানা গেছে, গতবছর নভেম্বর মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এনিয়ে মোট ৭২ টি স্মার্টফোন উদ্ধার করেছে কাটোয়া জিআরপি ।
ট্রেনে সফরের সময় আকছারই ফোন চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে । কাটোয়া জিআরপি সূত্রে জানা গেছে, গত তিন মাসে কাটোয়া জিআরপির কাছে স্মার্টফোন হারিয়ে যাওয়ার ২২ টি অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রেল পুলিশ । শেষ পর্যন্ত ২২ টির মধ্যে ৮ স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ।
কাটোয়া জিআরপি ওসি রিয়াজ সামিম শেখ জানিয়েছেন, স্মার্টফোনগুলির আইএমইআই নম্বর ধরে তদন্তে নেমে জানতে পারা যায় কোনটি রয়েছে কেতুগ্রাম এলাকায় । আবার কোনও কোনও স্মার্টফোন নদীয়া জেলায় রয়েছে । এমনকি মুম্বাই থেকেও খোওয়া যাওয়া স্মার্টফোন উদ্ধার করা হয়েছে ।।