প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ ডিসেম্বর : ছয় মাসের শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালানোর দায়ে অভিযুক্ত প্রৌঢ়কে আমৃত্যু কারাদন্ডের সাজা দিল আদালত।মঙ্গলবার পূর্ব বর্ধমানের কালনা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুধীর কুমার এই সাজা ঘোষনা করেন। সাজাপ্রাপ্তের নাম বদ্রীনাথ মান্ডি ওরফে বৈদ্যনাথ মান্ডি।তাঁর বাড়ি কালনার নান্দাই পঞ্চায়েতের বাগানপাড়ায়।বিচারক অভিযুক্ত বদ্রীনাথকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানার ওই টাকা ক্ষতিপূরণ বাবদ নির্যাতিতা শিশু কন্যার মা দেবার কথাও শুনিয়েছেন বিচারক । আইনজীবীদের মতে বিচারকের এই রায় কার্যত নজিরবিহীন ।অভিযুক্তকে আদালত এমন দৃষ্টান্তমূলক সাজা দেওয়ায় খুশি নির্যাতিতার পরিবার ।
কালনা আদালতের সরকারী আইনজীবী মলয় পাঁজা জানিয়েছেন,ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ৩০ শে জুলাই কালনা নান্দাই পঞ্চায়েত এলাকায়।ওইদিন সকালে ছয় মাসের শিশু কন্যাকে ঘরে শুইয়ে রেখে পুকুর ঘাটে বাসন মাজতে যান মা।তাঁদের বাড়িতে আর কেউ ছিলেননা। বাড়ি ফাঁকা ছিল ।অভিযোগ তারই সূযোগ নিয়ে প্রতিবেশী পরিবারের প্রৌঢ় বদ্রিনাথ মান্ডি ঘরে ঢুকে গিয়ে ওই শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালায়।বাসন মেজে ঘরে ফিরেই প্রৌঢ়কে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে যান শিশু কন্যার মা । তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা সেখানে পৌছে বদ্রিনাথকে ধরে ফেলে।
খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা বদ্রিনাথকে পুলিশের হাতে তুলে দেয় । শিশুকন্যার পরিবার গোটা ঘটনার কথা উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করলে পকসো আইনে মামলা রুজু করে প্রৌঢ়কে গ্রেফতার করে। তদন্ত শেষ করে পুলিশ আদালতে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। আদালতে ।তদন্তকারী পুলিশ অফিসার,চিকিৎসক সহ ১৫ জনের সাক্ষ্য দেন। সোমবার বদ্রিনাথ মাণ্ডিকে দোষি সাব্যস্ত করে আদালত । এরপর এদিন অভিযুক্তকে আমৃত্যু কারাদন্ডের সাজা দিলেন বিচারক ।।