প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ জুন : রাইসমিলের দূষণ নিয়ে চাষিদের বিক্ষোভের খবর মন মতো না হওয়ায় তৃণমূলের পার্টি অফিসে ডেকে পাঠিয়ে মারধোরের হুমকি দেওয়া হল সাংবাদিককে । শুধু হুমকিই নয়,পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লকের পুরসা এলাকায় কোনও খবর করতে হলে তৃণমূল নেতাদের অনুমতি নিতে হবে বলেও নিদান দেওয়া হয়েছে সাংবাদিক আজিজুর রহমানকে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে জেলার সাংবাদিক মহলে।সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের সিদ্ধান্ত নিয়েছেন । সংবাদ মাধ্যমকে এই ভাবে দমিয়ে রাখা রুখতে এককাট্টা হয়েছেন জেলার সাংবাদিকরা ।
গলসি থানা এলাকার বাসিন্দা সাংবাদিক আজিজুর রহমান। সাংবাদিকতা ছাড়াও তিনি সমাজসেবা মূলক অনেক কাজ করেন। পাশাপাশি সাহিত্য ও কবিতাও লেখালেখি করেন তিনি । আজিজুর রহমানের লেখা ’উন্নয়নের কবিতা’ নামের বইটি পাঠ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো লাগে । তার জন্যে মুখ্যমন্ত্রী আজিজুর কে শুভেচ্ছা পত্রও পাঠান । এহেন সাংবাদিক আজিজুর রহমান গত ৩ জুন গলসির পারাজ এলাকার একটি রাইস মিলের দূষণ নিয়ে চাষিদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে যান । চাষিদের আন্দোলেনের জেরে ওই দিন জেলা প্রশাসনের একদল প্রতিনিধি সেখানে দূষনের সবিস্তার খতিয়ে দেখতে এসেছিলেন । আজিজুর সেই খবর সংগ্রহ করে প্রকাশ করে । সেই খবরে পারাজ এলাকার চাষিদের বক্তব্য প্রাধান্য পাওয়াটা পুরসা গ্রামের তৃণমূলের সভাপতি রিয়াজুল মণ্ডল ওরফে ফিঙ্গে মেনে নিতে পারেননি বলে দাবি আজিজুর রহমানের ।
তিনি জানিয়েছেন,তার জেরে পরদিন ওই তৃণমূল নেতা ফোন করে তাঁকে এলাকার তৃণমূলের পার্টি অফিসে ডেকে পাঠান । তিনি পার্টি অফিসে পৌছালে ওই তৃণমূল নেতা প্রশ্ন তোলেন ঘটনাস্থলে তিনি থাকলেও কেন তাঁর বক্তব্য (বাইট)নেওয়া হলনা ? খবরে কেন শুধু চাষিদের বক্তব্যই হাইলাইট করা হল?
অভিযোগ, সাংবাদিক আজিজুর রহমান তার যুক্তিগ্রাহ্য উত্তর দিলেও তা মানতে চাননি তৃণমূল নেতা রিয়াজুল মণ্ডল । এরপর তৃণমূল নেতা রিয়াজুল মণ্ডল ও তাঁর সঙ্গে থাকা শেখ কামাল হোসেন, শান্তি প্রমুখরা আজিজুর কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।এমনকি মেরে ঠ্যাঙ ভেঙে দেওয়া ও মরে ফেলা হবে বলেও তাঁরা আজিজুরকে হুমকি দেয় বলে অভিযোগ । একই সঙ্গে তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দেন তাঁদের অনুমতি ছাড়া পুরসা এলাকায় কোনও খবর করা যাবে না । তাঁদের কথা না মানলে পরিণতি ভয়ংকর হবে বলেও ওই তৃণমূল নেতারা হুঁশিয়ারি দেন বলে অভিযোগ সাংবাদিক আজিজুর রহমানের । যদিও এনিয়ে তিনি কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে ।
এদিকে পার্টি অফিসে ডেকে সাংবাদিককে হুঁশিয়ারি দেওয়ার ঘটনার বিষয়ে গলসি-১ ব্লক তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চান নি । তৃণমূল নেতা রিয়াজুল মণ্ডল কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর প্রতিক্রীয়া পাওয়া যায়নি । তবে এই বিষয়ে তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন , ‘যিনি ফোন করে সাংবাদিককে পার্টি অফিসে ডেকে দুর্ব্যবহার করেছেন ও হুমকি দিয়েছেন তিনি ঠিক কাজ করেন নি । এই সব ঘটনা দল বরদাস্ত করবে না । উনি যত বড়ই নেতা হন না কেন ওনার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে ।’।