এইদিন ওয়েবডেস্ক,ফরিদপুর,২০ সেপ্টেম্বর : দুর্গোৎসবের মুখেই প্রতিমা ভাঙচুর শুরু করল বাংলাদেশের জিহাদিরা । সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারের মাছ বাজার সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে গত মঙ্গলবার রাতে । দেবীদূর্গাসহ সমস্ত মূর্তি খণ্ডিত করে দিয়েছে জিহাদিদের দল । ফরিদপুর জেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে । অবিলম্বে দূষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা ।
বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবি প্রদীপ কুমার সেনগুপ্ত ঘটনার নিন্দা করে দেশের হিন্দু সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন,’ শারদীয় দূর্গাপূজার আর এক মাস বাকি । গত বছর বাংলাদেশে দূর্গপূজা হয়েছে ৩২,০০০ টির উপর। ধরে নিলাম ৩২ টি প্রতীমা ভাঙচুর হয়েছে বা হবে। ভাঙচুরের শতকরা হার ০.১ শতাংশ । দেশের ১.৫ কোটি হিন্দু যদি ০.১ শতাংশ পূজা মন্ডপ রক্ষা করতে না পারে তবে এটা হবে চরম হতাশা ও দুঃখজনক। কারো কাছে নালিশ জানিয়ে লাভ নেই। আমি বলবো মন্দির ও প্রতীমা ভাঙচুরের সাথে জড়িত দূর্বৃত্তদের সবাই মিলে প্রতিরোধ ও প্রতিহত করুন। এরা সংখ্যায় অতি নগন্য ও ভীতু। এরা রাতের আঁধারে কাজ করে। মনে রাখবেন, দুনিয়াটাই হচ্ছে শক্তের ভক্ত নরমের যম ।’।