এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৫ আগস্ট : কট্টরপন্থী ইসলামি সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শিরোনামে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক ছিল ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’।
হেফাজতের আমির বলেন, জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরুব্বিরাও বলে গেছেন। জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না। তিনি বলেন, তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।
উল্লেখ্য,হেফাজতে ইসলাম বাংলাদেশ হল একটি উগ্র ইসলামি সংগঠন৷ কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটি ১৯৪৪ সালে “আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ” নামে প্রতিষ্ঠিত হয় ৷ এটি নবরূপে আবির্ভূত হয় ২০১০ সালের ১৯ জানুয়ারী । এর প্রধান লক্ষ্য বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা । এহেন একটি কট্টর ইসলামি মৌলবাদী গোষ্ঠী আর একটি কট্টর ইসলামি মৌলবাদী গোষ্ঠীর সমালোচনা করায় বিস্মিত বাংলাদেশির ।।