এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৫ সেপ্টেম্বর : ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে টানা আটদিন ধরে ফজরের আজানে বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নামাজ শুরু হলেই মসজিদ চত্বরে নাচ-গানের আয়োজন করছে তারা । মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ।
মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ ইব্রাহিমি মসজিদে মুসলমানদের প্রবেশে বাধা দিচ্ছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) একজন বিদেশি কূটনীতিককেও মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। ‘ইসরায়েল ধীরে ধীরে মসজিদটি দখল করে নিচ্ছে এবং অপবিত্র করে তুলছে । তারা চায় না কেউ তাদের এসব কার্যকলাপ দেখুক।
মন্ত্রণালয় আরও জানায়, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ইব্রাহিমি মসজিদের বিভিন্ন অংশ স্থায়ী ও অস্থায়ীভাবে দখল করে নিয়েছে। গত সোমবার রাতে তারা সেখানে একটি কনসার্টেরও আয়োজন করে । এই ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইসরায়েলি কর্তৃপক্ষের এমন কার্যকলাপ বন্ধ করতে এবং মুসলমানদের পবিত্র স্থানে তাদের উপস্থিতি এবং কর্তৃত্ব পুনরুদ্ধার করার ব্যাপারে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেছে।।