এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৫ অক্টোবর : ইজরায়েল হায়ম পত্রিকার একজন ফটোগ্রাফার ও তার গোটা পরিবারকে অপহরণ করে খুন করেছে ফিলিস্থিনি সন্ত্রাসী সংগঠন হামাস । ৫৪ বছর বয়সী ওই সাংবাদিকদের নাম ইয়ানিভ জোহার(Yaniv Zohar) । গত ৭ অক্টোবর ইয়ানিভ জোহার,তার স্ত্রী ইয়াসমিন (Yasmin),দুই কন্যা কেশেত(Keshet) এবং তেহেলেট(Tehelet) এবং বাবা হাইম লিভনে (Haim Livne)কে গহামাস সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে ফিলিস্থিনি সন্ত্রাসী সংগঠন ‘হামাস’ । ইয়ানিভ জোহার ১৩ বছরের ছেলে ভোরবেলা দৌড়তে গিয়েছিল, ফলে সে বাড়িতে না থাকায় বরাত জোরে প্রাণে বেঁচে যায় ।
ইজরায়েল হায়োম এক বিবৃতিতে বলেছে,ইয়ানিভ একজন চমৎকার বন্ধু, একজন নিবেদিতপ্রাণ পিতা, একজন হৃদয়বান ও উদারতাচেতা মানুষ ছিলেন । তিনিই প্রথম সংবাদদাতা যিনি গিলত শালিতের (Gilat Shalit) অপহরণের পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং ব্যাপকভাবে গাজার পরিস্থিতির খবর সংগ্রহ করেছিলেন ।
প্রতিবেদক আলমোগ বোকার(Almog Boker) ‘এক্স’-এ তার বন্ধুর প্রশংসা করে লিখেছেন,’তিনি গাজা সীমান্তের শহরগুলোকে কতটা ভালোবাসতেন,নাহাল ওজকে কতটা ভালোবাসতেন, তার বাড়ির জন্য তিনি কতটা লড়াই করেছিলেন,তা আমাদের সকলেরই জানা । এমনই একজন প্রিয় মানুষ এবং প্রতিভাবান ফটোগ্রাফার যার ছবি সারা বিশ্বে প্রচারিত হয়েছিল,তাকে এবং তার স্ত্রী ইয়াসমিন ও দুই মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ।’ জোহর অতীতে এপি সংবাদ সংস্থার ফটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন ।।