এইদিন ওয়েবডেস্ক,মালদ্বীপ,১২ এপ্রিল : “ইন্ডিয়া আউট” ক্যাম্পেন চালিয়ে মালদ্বীপে ক্ষমতায় আসে চীনপন্থী মহম্মদ মুইজ্জু । ক্ষমতায় এসেই ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একের পর এক কটুক্তি করে গেছে মুইজ্জুর ক্যাবিনেটের মন্ত্রীরা । মুইজ্জুর প্রথম বিদেশ সফর হল চীন । চীনের সঙ্গে একাধিক চুক্তিও করেছেন তিনি । কিন্তু ভারত বিদ্বেষী মহম্মদ মুইজ্জুর কর্মকাণ্ড দেখে ভারতীয় পর্যটকরা ব্যপক হারে মালদ্বীপে ভ্রমণ বাতিল করে দেয় । ফলে মুলত পর্যটন নির্ভর মালদ্বীপের পেটে টান পড়ে । তাতেও দমেনি কট্টর ইসলামি মহম্মদ মুইজ্জু । চিনকে তিনি আরও পর্যটক পাঠানোর আহ্বান জানিয়েছিলেন । কিন্তু শুধু চীনা পর্যটকের ভরসায় আর চলছে না মালদ্বীপের । এবারে ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে ভারতের বড় বড় শহরে রোড শোয়ের আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপের মহম্মদ মুইজ্জু সরকার ।
উল্লেখ্য, মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা ক্রমাগত কমতে থাকায় মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্র্যাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটররা এখানে দুই দেশের মধ্যে ভ্রমণ ও পর্যটন সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারতীয় হাইকমিশনার মুনু মহাওয়ারের সাথে আলোচনা করেছে।
চলতি বছরের ৬ জানুয়ারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে ভারতের পশ্চিম উপকূলে প্রাচীন লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের ছবি এবং ভিডিও পোস্ট করে পর্যটনস্থল হিসাবে লাক্ষাদ্বীপকে প্রমোট করেন। এরপর মালদ্বীপ থেকে সোশ্যাল মিডিয়ায় ভারত ও প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে মালদ্বীপের দুই মহিলাসহ ৩ মন্ত্রী । বিতর্কের পর, দেশের অনেক বিখ্যাত সেলিব্রিটি সহ কোটি কোটি ভারতীয় তাদের মালদ্বীপের টিকিট বাতিল করেন এবং মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে। ফলে শীর্ষ পর্যটন দেশ হিসাবে ভারতের অবস্থান জানুয়ারীর পর থেকে এক ঝটকায় পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে আসে ।
চলতি এই বছরের ১০ এপ্রিল পর্যন্ত মালদ্বীপের পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, মোট ৬,৬৩,২৬৯ পর্যটকের মধ্যে ৭১,৯৯৫ এর সাথে শীর্ষে ছিল চীন । তার পরে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, জার্মানি এবং ভারত । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মালেতে ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনার পর মাতাতো এক বিবৃতিতে বলেছে যে, তারা পর্যটন উদ্যোগের প্রচারের জন্য মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।মাতাতো একটি বিবৃতিতে বলেছে, ভারতের প্রধান শহরগুলিতে রোডশো চালু করার এবং আগামী মাসগুলিতে মালদ্বীপে ভ্রমণের জন্য সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে৷
উল্লেখ্য, ভারত মালদ্বীপের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন বাজার। অ্যাসোসিয়েশন ভারতীয় হাইকমিশনারের সাথে তার বৈঠককে মালদ্বীপ এবং ভারতের মধ্যে শক্তিশালী পর্যটন সম্পর্ক উন্নয়নে মাতাতোর অব্যাহত প্রচেষ্টা প্রমাণ করে যে চীনের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে ভারতের সঙ্গে শত্রুতা করে আদপে নিজেদের পায়েই কুড়ুল মেরেছেন মহম্মদ মুইজ্জু । ভারতের আর এই প্রতিবেশী দেশ বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেন চালানো হয় । কিন্তু ওই কট্টর ইসলামি রাষ্ট্র ভবিষ্যৎ পরিণতি টের পেয়ে এখন চুপ করে গেছে ।।