এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ নভেম্বর : আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের দাশত বারচি এলাকায় একটা যাত্রীবাহী বাসে বিস্ফোরণ ঘটিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট (আইএসআইএস) । বিস্ফোরণের ফলে আটজন নিহত ও ৩৮ জন আহত হয়েছে । আহতদের কাবুলের পশ্চিমে মোহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালে চিকিৎসা চলছে । আইএসআইএস সম্পর্কিত আমাক সাইট মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, কাবুল শহরের দাশত বারচিতে বেসামরিক লোকদের বহনকারী একটি সিটি বাসে বিস্ফোরণটি তারাই ঘটিয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, এই দলের সদস্যরা শিয়াদের বহনকারী গাড়িটিকে লক্ষ্যবস্তু করে ।
উল্লেখ্য,মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৬ টার দিকে কাবুলের ষষ্ঠ নিরাপত্তা জেলার “মেহতাব কালা” এলাকায় বেসামরিক নাগরিকদের বহনকারী একটি কাস্টার টাইপের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়।
যদিও তালিবান নিশ্চিত করেছে যে ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে । কিন্তু তালিবানের দেওয়া হতাহতের সংখ্যা সত্য নয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র । সূত্রের দাবি, যে আটজন নিহত হয়েছে তার মধ্যে দুই মহিলা রয়েছে এবং অন্তত ৩৮ জন আহত হয়েছে । আহতদের কাবুলের পশ্চিমে মোহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সূত্র জানায়, এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক । আহতদের আরও কয়েকজনকে জরুরি হাসপাতাল ও মোহাম্মদ আকবর খান হাসপাতালে পাঠানো হয়েছে।
একই সময়ে, কাবুল ইমার্জেন্সি হাসপাতাল একটি বার্তায় জানিয়েছে যে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে এই স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
অতীতেও আইএসআইএস কাবুল শহরের হাজরা এলাকায় হামলা ও বিস্ফোরণের দায় স্বীকার করেছিল । যদিও আফগানিস্তানে আইএসআইএস এর উপস্থিতির কথা স্বীকারই করে না তালিবান ।।