এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০১ মার্চ : বিক্ষোভ দমন করতে গার্লস স্কুলের ছাত্রীদের বিষ প্রয়োগের অভিযোগ উঠল ইরান সরকারের বিরুদ্ধে । ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন, মেয়েদের স্কুল বন্ধ করার জন্য কোম শহরে কয়েকশ ছাত্রীর উপর বিষ প্রয়োগ করা হয়েছে । যদিও ইরানি কর্তৃপক্ষ এই বিষয়টি অস্বীকার করেছে । কিন্তু ইরানের সংবাদ মাধ্যমের খবর, তেহরানের নিকটবর্তী কোম শহরের অন্তত ৩০ টি গার্লস স্কুলে ইচ্ছাকৃত বিষ হামলা চালানো হয়েছে । ইরানি কর্মকর্তাদের আরও দাবি যে মেয়েদের স্কুলে ছাত্রীদের উপর ইচ্ছাকৃত ভাবে বিষাক্ত গ্যাস জাতীয় কিছু প্রয়োগ করা হয়েছে ৷ বর্তমানে বিষক্রিয়ার রিপোর্টের তদন্ত শুরু হয়েছে । ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে,রহস্যজনক বিষক্রিয়ার পর কয়েক ডজন ছাত্রীকে কোম শহরের হাসপাতালে ভর্তি করার পর এই তদন্ত শুরু করা হয়।
জানা গেছে,বিষক্রিয়া সম্পর্কে বেশিরভাগ রিপোর্ট ধর্মীয় শহর কোম থেকে এসেছে । মনে করা হচ্ছে যে মেয়েদের স্কুল বন্ধ করার লক্ষ্যে ইচ্ছাকৃত ভাবে বিষক্রিয়ার ঘটনা ঘটানো হয়েছে । এই ঘটনার প্রতিক্রিয়ায় জাহেদান জামে মসজিদের সুন্নি ইমাম মৌলভি আবদুল হামিদ এসব বিষক্রিয়াকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে মেয়েদের ও নারীদের বিক্ষোভের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছেন ।
এদিকে রবিবার ইরানের বোরুজার্ড শহরে একই ঘটনায় বেশ কয়েকজন ছাত্রীকে বিষক্রিয়ার কারনে হাসপাতালে পাঠানো হয়েছে । অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্বে থাকা ব্রুজার্ডের শরীয়তি হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক তেহরান হাম্মিহান পত্রিকাকে বলেছেন যে তাদের কাছে আসা বেশিরভাগ শিক্ষার্থীর মাথাব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং রক্ত কম হওয়ার লক্ষণ দেখা দিয়েছে । এছাড়া তারা গুরুতর বিষণ্নতায় ভুগছে । ইরানের পার্লামেন্টে বোরুজার্ড শহরের প্রতিনিধি ফাতেমেহ মাকসুদিও এই দেশের হামেহান সংবাদপত্রকে বলেছেন যে এই বিষক্রিয়াগুলি “অবশ্যই ইচ্ছাকৃত”। তিনি জোরের সঙ্গে বলেন, ‘নিরাপত্তা বাহিনী স্কুলের নিরাপত্তা ক্যামেরা থেকে কিছু সংকেত পেয়েছে। এই লক্ষণগুলি দেখায় যে এই ঘটনাটি কেবল প্রাকৃতিক নয়, ইচ্ছাকৃতও। তবে কারণ স্পষ্ট না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না ।’
বুধবার সকালে ইরানের শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি কাব মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে স্কুলে শিক্ষার্থীদের বিষক্রিয়া এবং নির্গত গ্যাসের উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,’এই বিষয়টি খুবই সংবেদনশীল এবং সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই এলাকায় তদন্ত চালাবে ।’ পাশাপাশি ইরানের সংসদের প্রতিনিধিরা মেয়েদের স্কুলে শিক্ষার্থীদের বিষ প্রয়োগের বিষয়টি তদন্ত করতে একটি বিশেষ দল গঠনের ঘোষণা করেছে ।।