এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৫ অক্টোবর : ইরান সরকারের হাত থেকে রেহাই নেই সাংবাদিকদেরও । সাম্প্রতিক বিক্ষোভের সময় ইরানে বেশ কিছু সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট । এমন অন্তত ৩৫ সাংবাদিকের নাম প্রকাশ করা হয়েছে মঙ্গলবার ।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলেছে যে ইরানে ইন্টারনেট বিভ্রাট এবং টেলিফোন ও সামাজিক নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্নের কারণে আটক সাংবাদিকদের সম্পর্কে খুব কম বিবরণ পাওয়া গেছে ।
ইরানের ধর্মরক্ষা পুলিশের অত্যাচ্যারে ২২ বছরের তরুনী মেহসা আমিনির মৃত্যুর পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে ইরানি মহিলা । এযাবৎ অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে গুলি করে মেরে ফেলেছে ইরানের পুলিশ । গ্রেফতার করা হয়েছে ১,৫০০ জন নাগরিককে । সেই তালিকায় রয়েছে রাজনৈতিক ও নাগরিক কর্মী এবং সাংবাদিকও ।।