এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২২ জুন : ফের একবার আফগান নারী ও মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য তালিবানকে বললো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি । বুধবার আইওসি এক্সিকিউটিভ বোর্ডের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল । যেখানে ভারত, ইন্দোনেশিয়া, ইরান এবং গুয়াতেমালার অলিম্পিক কর্মকর্তারা অংশ নিয়েছিলেন । কমিটি বলেছে, আফগানিস্তানের খেলাধুলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক । আন্তর্জাতিক সংস্থাটি আফগানিস্তানে নারী ও যুবতী মেয়েদের খেলাধুলায় তাদের প্রবেশাধিকারের উপর আরোপিত বিধিনিষেধ নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে বলেছে,’আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বারবার অনুরোধ সত্ত্বেও নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করা হয়নি । ওই সমস্ত নিষেধাজ্ঞাগুলি বৈষম্যহীন এবং অলিম্পিক মূল্যবোধের পরিপন্থী ।’
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আরও বলেছে যে তারা চলতি বছরের অক্টোবরে সংস্থার পরবর্তী বৈঠকে আফগানিস্তানের ক্রীড়া পরিস্থিতি পর্যালোচনা করবে এবং ক্রীড়ায় আফগান নারী ও অল্পবয়সী মেয়েদের প্রবেশাধিকার রক্ষার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাবে ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে,২০২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসে আফগান ক্রীড়াবিদ এবং দলগুলির অংশগ্রহণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি । তবে কমিটি প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে ইচ্ছুক আফগান ক্রীড়াবিদদের সরাসরি সমর্থন অব্যাহত রাখার উপর জোর দিয়েছে এবং পূর্ণ শক্তিতে তাদের পাশে দাঁড়াবে বলে সংকল্প করেছে ।।